ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের চাপায় বিল্লাল খাঁন (৩৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরও দুই আরোহী আহত হন।
আজ বুধবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলা সদরের মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিল্লাল খাঁন ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের দেলোয়ার খাঁনের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা স্টার ডিলাক্স নামের যাত্রীবাহী বাস মডেল মসজিদের সামনে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক বিল্লাল খাঁন মারা যান। এ সময় আহত হন মোটরসাইকেলে থাকা দুই আরোহী হাফিজুর রহমান (৩২) ও মাহবুব মিয়া (২৫)।
আহত ব্যক্তিদের প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সত্যতা নিশ্চিত করে হাইওয়ে থানার উপপরিদর্শক মো. মামুন আজকের পত্রিকাকে জানান, ঘটনাস্থল থেকে চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।