হোম > সারা দেশ > ফরিদপুর

গ্যাসের সংকট মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত: প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা

ফরিদপুর প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহি চৌধুরী বলেছেন, পদ্মার এপাড়ে গ্যাসের পাইপ লাইন এসে গেছে। এখন যদি পৃথিবীতে সংঘাত শুরু হয়, তাহলে এই গ্যাসের সংকট ফরিদপুর বসেই অনুধাবন করতে পারবেন। গ্যাসের সংকট কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত, ইউক্রেন যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত। আমরাতো বিচ্ছিন্ন না। আল্লাহ যদি শান্ত করেন তাহলে আমরা অচিরেই ফরিদপুরে গ্যাস দিতে পারব এবং এই এলাকা আরও বেশি কর্মচাঞ্চল্যকর হয়ে উঠবে। 

স্থানীয় সংসদ সদস্য এ কে আজাদ গ্যাস সংযোগের দাবি তুললে আজ শুক্রবার বিকেলে ফরিদপুরে জসিম পল্লী মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. তৌফিক-ই-ইলাহি চৌধুরী একথা বলেন। 

জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের আয়োজনে ১৯ দিনব্যাপী এই মেলা শুরু হয়েছে। 

এর আগে বিকেল চারটার দিকে পল্লী কবি জসিম উদ্দীনের বাড়ির আঙিনায় বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন তিনি। 

এ সময় স্থানীয় সংসদ সদস্য এ কে আজাদ ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী ওরফে লাবু চৌধুরী উপস্থিত ছিলেন। 

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলেন, ‘বঙ্গবন্ধুর সঙ্গে পল্লী কবি জসীম উদ্দীনের আত্মার সম্পর্ক ছিল। বঙ্গবন্ধু তাকে বড় ভাই হিসেবে ডাকতেন। বঙ্গবন্ধু রাজনৈতিক কবি ছিলেন, জসিম উদ্দিন ছিলেন সাহিত্যের কবি।’

ড. তৌফিক-ই-ইলাহি বলেন, বর্তমানে আমরা বই পড়া ভুলে গিয়েছি, ছেলে-মেয়েরা টেলিফোন নিয়ে ব্যস্ত। আমরা যদি কবিদের জীবন আত্মস্থ করতে পারি, তাহলে আমাদের নিজেদের জীবনও উন্নত হবে, নিজেদের মধ্যে বোঝাবুঝির উন্নত হবে। 

সদ্য শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দুর্যোগের মধ্যে দিয়ে, যে প্রতিকূলতার মধ্যে দিয়ে একটি সুন্দর নির্বাচন উপহার দিয়েছেন। এটা আমাদের সকলের গর্বের ব্যাপার। এই নির্বাচন ঘিরে আন্তর্জাতিক চক্রান্ত ছিল, ভয়ভীতি দেখানো হত কিন্তু বঙ্গবন্ধু কন্যা বিচলিত হননি। একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, পৃথিবীর সবাই তা স্বীকার করেছে। কিন্তু অনেক ঝুঁকি নিতে হয়েছে। উনি ঝুঁকি নিয়ে আবার দেশ চালানো শুরু করেছেন। সকলে তার জন্য দোয়া করবেন। 

অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুল আহসান সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোর্শেদ আলম, কবি পুত্র খুরশিদ আনোয়ার, কবি কন্যা আসমা জসীম উদ্দীন তৌফিক স্থানীয় সংসদ সদস্যের স্ত্রী শাম্মী আজাদ সহ অতিথিবৃন্দ।

রিয়াল-বার্সার খেলা দেখে উল্লাস, জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের হামলা

ট্রেনের ধাক্কায় দুভাইসহ তিন শ্রমিক নিহত, আহত অনেকে

ফরিদপুর: প্রার্থীদের চারজন কোটিপতি

ফরিদপুরে উদ্ধার বোমাটি শক্তিশালী আইইডি, করা হলো নিষ্ক্রিয়

ফরিদপুরে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ৯ ঘণ্টায় শুরু হয়নি শনাক্ত ও নিষ্ক্রিয়করণের কাজ

বিয়েবাড়িতে গান বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ২

ফরিদপুরে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার

শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে তাঁরই গাড়ি ভাঙচুরের আসামি আ.লীগ নেতা বিএনপিতে

ফরিদপুরে ডোবায় পড়ে ছিল হাত-পা বাঁধা যুবকের গলাকাটা লাশ

‘আমি সই না করলে ইউএনও সই করবে না’—এলজিইডি প্রকৌশলীর ভিডিও ভাইরাল