প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান।
আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সরকারি রাজেন্দ্র কলেজের শহর শাখার মাঠে জনসভার মঞ্চে উপস্থিত হন সাকিব আল হাসান। জেলা আওয়ামী লীগের আয়োজনে বেলা ১টার দিকে কোরআন তিলাওয়াত, গীতা ও বাইবেল পাঠের মধ্য দিয়ে জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়।
এ ছাড়া উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফরিদপুর ও ফরিদপুর-১ আসনের দলটির প্রার্থী আব্দর রহমান, মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর, ফরিদপুর-২ আসনের দলটির প্রার্থী শাহদাব আকবর চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩ আসনের প্রার্থী শামীম হকসহ বিভিন্ন স্তরের নেতারা।
এদিকে জনসভায় জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসতে শুরু করেছেন নেতা-কর্মীরা। বেলা ৩টায় সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এই জনসভা থেকে তাঁর কাছে অনেক প্রত্যাশার কথা জানিয়েছেন সাধারণ মানুষ।