বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে ফরিদপুরে শুরু হয়েছে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলা। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।
তিন দিনের এই মেলায় ৩২টি স্টলে অংশগ্রহণ করেছে জেলার বিভিন্ন প্রতিষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অতুল সরকার বলেন, ‘বই মানুষের প্রাণ। বই পারে একটি মানুষকে শুদ্ধ ও সঠিক পথ দেখাতে। আমাদের তরুণ সমাজকে বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে হবে।’
অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র অমিতাভ বোস, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামিম হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন কর প্রমুখ।