ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১৭ জন। তাঁদের মধ্যে করোনায় ৭ ও উপসর্গ নিয়ে ১০ জন মারা যান। নতুন করে শনাক্ত হয়েছেন ১৬৯ জন। এতে শনাক্তের হার ৩৫ দশমিক ৯৫ শতাংশ।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৪৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ২৭১ জন। সুস্থ হয়েছেন ১৩ হাজার ২৮৭ জন। মারা গেছেন ৩৭০ জন।
এ বিষয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান বলেন, এই হাসপাতালে করোনায় চিকিৎসাধীন রয়েছেন ২৮৪ জন রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪৩ জন।