হোম > সারা দেশ > ফরিদপুর

নির্বাচিত হলে ফরিদপুরে মাসে ১২০০ লোকের চাকরি দেবেন এ কে আজাদ

ফরিদপুর প্রতিনিধি

ঈগল মার্কা নির্বাচিত হলে ফরিদপুর সদরে প্রতি মাসে ১ হাজার ২০০ লোকের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদ ওরফে এ কে আজাদ। প্রতিটি ইউনিয়নে প্রশিক্ষণ সেন্টার চালু করে হা-মীম গ্রুপে চাকরি দেবেন তিনি। 

আজ শুক্রবার বিকেলে জেলা সদরের ফুরসা এম এ আজিজ উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় এ প্রতিশ্রুতি দেন তিনি। 

এ কে আজাদ হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য। তিনি এবার ফরিদপুর-৩ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

নির্বাচনী সভায় এ কে আজাদ বলেন, ‘আপনাদের যে ভালোবাসা পেয়েছি, আমি অত্যন্ত আনন্দিত। আপনারা ৭ জানুয়ারি যদি ঈগল মার্কাকে জয়ী করেন, ওয়াদা দিচ্ছি, প্রতিটি ইউনিয়নে একটি করে ট্রেনিং সেন্টার করব। ট্রেনিং সেন্টার থেকে ১০০-১৫০ ছেলে-মেয়ে প্রতি মাসে প্রশিক্ষণ শেষে বের হবে। এতে প্রতি মাসে ফরিদপুর সদরের ১২শ লোকের চাকরির ব্যবস্থাও আমি করব।’ 
 
নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরে সন্ত্রাস বেড়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘ফরিদপুরে মোশাররফ মিয়ার আমলে সন্ত্রাস ছিল না। তাঁর সময় অনেক সন্ত্রাসী ক্রসফায়ারের ভয়ে স্বেচ্ছায় ধরা দিয়ে জেলে গিয়েছেন, আবার অনেকে পালিয়ে ছিলেন। নির্বাচনকে সামনে রেখে আবার সেই সন্ত্রাসের আগমন ঘটেছে, জেল থেকে বের করা হয়েছে। আমি এই সন্ত্রাস নির্মূল করতে চাই, এ জন্য মোশাররফের মতো এ কে আজাদকে দরকার। যদি ৭ জানুয়ারিতে ঈগল জয়ী হয়, তাহলে ৮ তারিখে তারা আগের জায়গায় চলে যাবে।’ 

নির্বাচনে জয়ী হলে কোনো ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না উল্লেখ করে এ ব্যবসায়ী বলেন, ‘বর্তমানে ফরিদপুরে ব্যবসায়ীদেরও দৈনিক ৩০০ টাকা করে চাঁদা দিতে হয়। সরকারি অফিস ও রেজিস্ট্রি অফিস থেকেও চাঁদা আদায় করা হচ্ছে। আমি নির্বাচিত হলে এখানে কোনো চাঁদাবাজি হবে না। কোনো ব্যবসায়ীকে কোনো চাঁদা দিতে হবে না। আমি একজন ব্যবসায়ী, আপনাদের প্রতিনিধিত্ব করা আমার নৈতিক দায়িত্ব, আপনাদের রক্ষা করা আমার দায়িত্ব।’

বাড়ির মালিককে কামড়ে পালানোর চেষ্টা চোরের, দুজনেই হাসপাতালে

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের সঙ্গে হেযবুত তাওহীদের সংঘর্ষ, আহত ১০

ফরিদপুরে জেমসের কনসার্ট পণ্ড, কী ঘটেছিল সেখানে

ফরিদপুরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ: ভাই-বোনসহ নিহত ৩

ফরিদপুর জিলা স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে বহিরাগতদের হামলা, অনেক শিক্ষার্থী আহত

গ্রাম্য বিরোধে প্রতিপক্ষের হামলায় একজন নিহত, বাড়িঘর ভাঙচুর

চেক ডিজঅনারের মামলা: ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে যোগ দিতে গিয়ে কৃষক দল নেতার মৃত্যু

মাদক কেনার টাকার জন্য সহকর্মীকে হত্যা, রিকশা ছিনতাই; গ্রেপ্তার ২

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে রিয়াজ-সজল