হোম > সারা দেশ > ঢাকা

সুপ্রিম কোর্ট বার: ভোট পুনরায় গণনার আবেদন বিএনপির খোকনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গণনার শেষ পর্যায়ে এসে সব পদে পুনরায় ভোট গণনার আবেদন করেছেন বিএনপি সমর্থিত সভাপতি প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

আজ শনিবার রাত সাড়ে ১০টার পর ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন নির্বাচন পরিচালনা সাব কমিটির আহ্বায়ক বরাবর এই আবেদন করেন। আবেদনে তিনি বলেন, ‘ভোট গণনাকালে আমার প্রাপ্ত অনেকগুলো ভোট আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোট হিসেবে গণনা করে ফলাফল সিট প্রস্তুত করা হয়। তাৎক্ষণিক আমার এজেন্টরা আপত্তি দাখিল করলে নির্বাচন কমিশনের সদস্যরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে এবং অভিযোগটি আমলে না নিয়ে ভোট গণনা সম্পন্ন করেন।’

এতে আরও বলা হয়, ১০০ বান্ডিলের অনেক বান্ডিলে ১৩০টি পর্যন্ত ব্যালট পাওয়া যায় ও গণনা করা হয়। তাই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে সকল পদে ভোট পুনঃগণনার আবেদন জানান তিনি।

এ ছাড়া গ্রেপ্তারের আগে বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে প্রধান বিচারপতির তত্ত্বাবধানে নতুন করে ভোট গ্রহণের দাবি জানান বিএনপি সমর্থিত প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে ১১টায়ও ভোটের ফলাফল ঘোষণা করা হয়নি।

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা