হোম > সারা দেশ > ঢাকা

পোস্তগোলা সেতু ১৬ দিন বন্ধে রাজধানীতে যানজট বৃদ্ধির আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পোস্তগোলা সেতু সংস্কার করতে যাচ্ছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। সেতুর দুটি গার্ডারের মেরামত ও রেট্রোফিটিংয়ের কাজ করা হবে। এর জন্য ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ মোট ১৬ দিন এ সেতু দিয়ে চলাচলকারী যানবাহনগুলোকে বিকল্প পথ ব্যবহার করতে বলেছে সওজ। তবে সেতুটি বন্ধের প্রভাবে রাজধানীতে ঢুকতে ও বের হতে বাড়তি যানজটের আশঙ্কা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ রোববার দুপুরে ডিএমপি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার মুনিবুর রহমান এ তথ্য জানান। এ সময় ঢাকা থেকে ওই সেতু হয়ে ২১ জেলায় যাওয়ার বিকল্প রাস্তা ব্যবহার করতে বলেন তিনি।

মুনিবুর রহমান বলেন, পোস্তগোলা সেতু ঝুঁকিপূর্ণ থাকায় মেরামত না হওয়া পর্যন্ত বিকল্প পথ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত সেতুর দুটি গার্ডার মেরামতের কাজ করা হবে। এ সময়ে সেখান দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারবে না। নির্দেশনা অনুযায়ী যানবাহন প্রবেশ ও বাইরের ক্ষেত্রে দৌলতদিয়া, পাটুরিয়া, নবীনগর, আমিনবাজার ও গাবতলী দিতে যেতে বলা হয়েছে। এ ছাড়া সায়েদাবাদের পরিবর্তে গাবতলীতে যাত্রীবাহী বাস থামবে বলেও জানানো হয়।

বরিশাল বিভাগের ৬ জেলা, খুলনার ১০ ও ফরিদপুর অঞ্চলের ৫ জেলার যানবাহনকে বিকল্প পথ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে ডিএমপির ট্রাফিক পুলিশের পক্ষ থেকে।

এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। 

বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে ওই রুটে ১৫টি ফেরি রয়েছে। আগামী দু-এক দিনের মধ্যে আরও তিনটি ফেরি বাড়ানো হবে। অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে এরপর ২৪ তারিখের পর আরও তিনটি ফেরি বাড়বে।’ 

সওজ থেকে বলা হয়েছে, ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ১৬ দিন ভারী যানবাহন চলাচল করতে পারবে না সেতু দিয়ে। তবে বাস ও হালকা যানবাহনের জন্য পাঁচ দিন বন্ধ থাকবে। গত সোমবার এ বিষয়ে অধিদপ্তরের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয় থেকে এ ব্যাপারে গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (এন-৮: ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) মহাসড়কের তৃতীয় কিলোমিটারে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী বুড়িগঙ্গা সেতু-১-এর (পোস্তগোলা সেতু) দুটি গার্ডারের মেরামত ও রেট্রোফিটিং কাজ করা হবে। এ জন্য ভারী যানবাহন (ট্রাক-পিকআপ ভ্যান, কাভার্ড ভ্যান, কনটেইনারবাহী লরি) ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত এবং হালকা যানবাহনের জন্য (বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার, সিএনজি, অটোরিকশা ইত্যাদি) ২৪ ও ২৬ এবং ১, ৪ ও ৮ মার্চ—এই পাঁচ দিন বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হলো। 

৪ ফেব্রুয়ারি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী আজকের পত্রিকাকে জানিয়েছিলেন, লঞ্চের ধাক্কায় সেতুর পিলার  ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটিই ঠিক করা হচ্ছে। বন্ধ রাখা হবে, কারণ কাজের সময় যানবাহন চলাচল করলে নিচে রেট্রোফিটিং করতে সমস্যা হবে।

ভারী যানবাহন ও বড় বাসের জন্য বিকল্প পথ
যাত্রাবাড়ী থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কগামী যানবাহন ধোলাইপাড় বাসস্ট্যান্ড ও বাবুবাজার সেতু ব্যবহার করে তেঘড়িয়া ইন্টারসেকশন হয়ে মহাসড়কে প্রবেশ করবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক থেকে যাত্রাবাড়ীগামী যানবাহন তেঘড়িয়া ইন্টারসেকশন-বাবুবাজার সেতু ব্যবহার করে ধোলাইপাড় হয়ে যাত্রাবাড়ী প্রবেশ করবে। 

গাবতলী থেকে ছেড়ে আসা দক্ষিণ অঞ্চলগামী যানবাহন পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট হয়ে যাতায়াত করবে। 

দেশের পূর্বাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে ছেড়ে আসা দক্ষিণাঞ্চল, দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যানবাহন চাঁদপুর-শরীয়তপুর ফেরিঘাট হয়ে যাতায়াত করবে। 

দেশের উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা দক্ষিণাঞ্চলগামী যানবাহনগুলো বঙ্গবন্ধু সেতু হয়ে যাতায়াত করবে। 

হালকা যানবাহনের (মাইক্রোবাস, প্রাইভেট কার, সিএনজি, অটোরিকশা) জন্য বিকল্প পথ
পদ্মা সেতু থেকে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামমুখী যানবাহন শ্রীনগর-মুন্সিগঞ্জ-মুক্তারপুর সেতু-তৃতীয় শীতলক্ষ্যা সেতু-মদনপুর সড়ক ব্যবহার করতে পারবে। 

সিলেট, চট্টগ্রাম থেকে পদ্মা সেতুমুখী যানবাহন মদনপুর থেকে তৃতীয় শীতলক্ষ্যা সেতু-মুক্তারপুর সেতু মুন্সিগঞ্জ-শ্রীনগর সড়ক ব্যবহার করতে পারবে।

পদ্মা সেতু হয়ে ঢাকাগামী যানবাহন শ্রীনগর দোহার-নবাবগঞ্জ-কেরানীগঞ্জ (আর-৮২০) সড়ক, তুরাগ-রোহিতপুর (জেড-৫০৬৯), আবদুল্লাহপুর-রাজাবাড়ী বাজার-কোনাখোলা মোড়-বছিলা সেতু-মোহাম্মদপুর সড়ক ব্যবহার করতে পারবে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ