হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর পুবাইল থানার টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে বাসের চাপায় হাবিবুর রহমান হাবিব (২১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে করমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। জিএমপির পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। 

হাবিবুর রহমান হাবিব জামালপুর জেলার ইসলামপুর থানার ডিগ্রির চর ব্যাপারীপাড়ার সাইদুল ইসলামের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার মরকুন মধ্যপাড়া এলাকায় মা-বাবার সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। পুবাইল ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচএসসি পাস করেছিলেন হাবিব। 

প্রত্যক্ষদর্শীরা জানান, হাবিব সকালে মোটরসাইকেলে চড়ে বাসা থেকে পুবাইলের মীরের বাজারের দিকে যাওয়ার পথে একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল নিয়ে হাবিব সড়কে পড়ে গেলে নরসিংদী থেকে আসা ঢাকাগামী একটি বাস তাঁকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই হাবিব মারা যান। এ সময় চালক দ্রুত বাস নিয়ে পালিয়ে যান। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুবাইল থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, মঙ্গলবার সকালে পুবাইল থানার করমতলা ক্রিসেন্ট কেমিক্যাল ফ্যাক্টরি সামনে পাকা রাস্তার ওপর ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী হাবিবুর রহমান হাবিব রাস্তায় পড়ে যান। এ সময় একটি বাসের চাকায় পিষ্ট হয়ে তিনি নিহত হন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ

চকবাজার থেকে নবজাতকের লাশ উদ্ধার

হাদি হত্যা মামলা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ফের ৫ দিনের রিমান্ডে