হোম > সারা দেশ > ঢাকা

বিএনপির পদত্যাগকারী এমপিদের সুযোগ-সুবিধা জানতে চেয়ে নোটিস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় সংসদ থেকে পদত্যাগ করা বিএনপির সংসদ সদস্যরা কে কী সুযোগ-সুবিধা নিয়েছেন, তা জানতে চেয়ে লিগ্যাল নোটিস পাঠানো হয়েছে। আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন এই নোটিস পাঠান। 

সংসদ সচিবালয়ের সচিব, অর্থ সচিব, গণপূর্ত সচিব, এনবিআরের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ ছয়জনকে এই নোটিস পাঠানো হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে জবাব না দিলে হাইকোর্টে রিট করা হবে বলে জানান সুমন। 

ব্যারিস্টার সুমন বলেন, ‘বিএনপির সংসদ সদস্যরা মেয়াদ শেষ হওয়ার ১৪ মাস আগেই পদত্যাগ করেছেন। কিন্তু এমপি হিসেবে তারা প্লট, গাড়িসহ যেসব সুবিধা নিয়েছেন এবং তা ফেরত দেবেন কী না তা জানতে চেয়েছি নোটিশে। তাঁরা তো শপথ নিয়েছিলেন দায়িত্ব পালন করার বিষয়ে। এখন যেহেতু তারা কাজ করবেন না, তাই সুবিধা ব্যবহার করবেন কী না এটা জানা দরকার।’ 

এর আগে গত শনিবার ঢাকা বিভাগীয় গণসমাবেশে সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন বিএনপি দলীয় সংসদ সদস্যরা। পরে রোববার আনুষ্ঠানিকভাবে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা।

পরে গতকাল রোববার রাতেই পদত্যাগ করা বিএনপির ছয় এমপির সংসদীয় আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়।

পদত্যাগ করা বিএনপির এমপিরা হলেন, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, বগুড়া-৪ আসনের মোশারফ হোসেন, বগুড়া-৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভূঞা এবং মহিলা আসন-৫০ এর সংসদ সদস্য রুমিন ফারহানা। সাতজনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদকে ই-মেইলের স্ক্যান করা স্বাক্ষর বদলে নতুন করে সই করা পদত্যাগপত্র দিতে হবে।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে