গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার ২৭ কেজি ওজনের বাঘাইড় মাছ বিক্রি হয়েছে। বুধবার (৯ নভেম্বর) রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের জৈনা বাজারে মাছটি এক ক্রেতার কাছে ৩১ হাজার টাকা বিক্রি করেন।
মাছ ব্যবসায়ী ময়মনসিংহ জেলার আনোয়ার হোসেন বলেন, ভৈরব থেকে পাইকারি দামে মাছ কিনে এনে জৈনা বাজার বিক্রি করে থাকি। বড় একটি বাঘাইড় বিক্রি হয়েছে ৩১ হাজার টাকায়। স্থানীয় এক ব্যবসায়ী আলী হোসেন মাছটি কিনে নিয়েছেন।
জৈনা বাজারের ইজারাদার নাঈম হোসেন বলেন, মাঝে মধ্যেই বাজারে নদ-নদীর বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ বাজারে নিয়ে আসে মাছ ব্যবসায়ীরা। বাজারে বাঘাইড় ছাড়াও চিতল, বোয়াল, কাতল, রুই ও পাঙাসসহ বিভিন্ন বড় মাছ পাওয়া যাচ্ছে।