ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) কার্যনির্বাহী কমিটিতে সভাপতি পদে সোহেল হায়দার চৌধুরী (প্রাপ্ত ভোট ৭২৪) ও সাধারণ সম্পাদক পদে আকতার হোসেন (প্রাপ্ত ভোট ৭৩৬) নির্বাচিত হয়েছেন। নির্বাচনে তারা আলাদা আলাদা প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
আজ মঙ্গলবার দিনভর ভোট শেষে সন্ধ্যায় নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এই নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। নির্বাচনে ২ হাজার ৯৬৮ জন ভোটারের মধ্যে ১ হাজার ৯২৭ জন ভোট দিয়েছেন। এর মধ্যে দুইটি ভোট বাতিল হয়েছে।
সভাপতি পদে সোহেল হায়দার চৌধুরীর প্রধান প্রতিদ্বন্দ্বী সাজ্জাদ আলম খান পেয়েছেন ৬৯০ ভোট। আর সাধারণ সম্পাদক পদে আকতার হোসেনের প্রধান প্রতিদ্বন্দ্বী মেহেদী হাসান পেয়েছেন ৬৪২ ভোট।
এ ছাড়া নির্বাচিত সদস্যরা হলেন মুজিব মাসুদ, দুলাল খান, ইবরাহিম হোসেন, আসাদুর রহমান, সলিমুল্লাহ সেলিম, মহিউদ্দিন পলাশ এবং রেহানা পারভীন।