হোম > সারা দেশ > ঢাকা

ডিইউজের সভাপতি সোহেল, সম্পাদক আকতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) কার্যনির্বাহী কমিটিতে সভাপতি পদে সোহেল হায়দার চৌধুরী (প্রাপ্ত ভোট ৭২৪) ও সাধারণ সম্পাদক পদে আকতার হোসেন (প্রাপ্ত ভোট ৭৩৬) নির্বাচিত হয়েছেন। নির্বাচনে তারা আলাদা আলাদা প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। 

আজ মঙ্গলবার দিনভর ভোট শেষে সন্ধ্যায় নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এই নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। নির্বাচনে ২ হাজার ৯৬৮ জন ভোটারের মধ্যে ১ হাজার ৯২৭ জন ভোট দিয়েছেন। এর মধ্যে দুইটি ভোট বাতিল হয়েছে।

সভাপতি পদে সোহেল হায়দার চৌধুরীর প্রধান প্রতিদ্বন্দ্বী সাজ্জাদ আলম খান পেয়েছেন ৬৯০ ভোট। আর সাধারণ সম্পাদক পদে আকতার হোসেনের প্রধান প্রতিদ্বন্দ্বী মেহেদী হাসান পেয়েছেন ৬৪২ ভোট। 

নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সিনিয়র সহ সভাপতি এম এ কুদ্দুস, সহ সভাপতি মানিক লাল ঘোষ, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, আইন বিষয়ক সম্পাদক এস এম সাইফ আলী, প্রচার সম্পাদক রাজু হামিদ, দপ্তর সম্পাদক আমানুল্লাহ আমান, কল্যান সম্পাদক জোবায়ের রহমান চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাকিলা পারভীন এবং নারী বিষয়ক সম্পাদক সুরাইয়া অনু।

এ ছাড়া নির্বাচিত সদস্যরা হলেন মুজিব মাসুদ, দুলাল খান, ইবরাহিম হোসেন, আসাদুর রহমান, সলিমুল্লাহ সেলিম, মহিউদ্দিন পলাশ এবং রেহানা পারভীন।  

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার