হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দর সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজশিক্ষার্থী নিহত

ঢামেক প্রতিনিধি

রাজধানীর বিমানবন্দর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইসতিয়াক ইসলাম সাফিন (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর বন্ধু ইমাম হাসান (১৯)। 

শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁদের প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক সকাল ৬টার দিকে সাফিনকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে সাফিনের মামা পাভেল আহমেদ জানান, শাফিন ও ইমামের বাসা গাজীপুরের টঙ্গী থানার চেরাগআলীর বড় দেওড়া এলাকায়। উত্তরা কমার্স কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিলেন সাফিন। বাবার নাম আব্দুর রশিদ। 

তিনি আরও জানান, নিজের মোটরসাইকেল নিয়ে সাফিন রাতে তাঁর বন্ধু ইমামকে সঙ্গে নিয়ে পূর্বাচল ৩০০ ফুট রাস্তায় ঘুরতে এসেছিলেন। মধ্যরাতে ঘোরাঘুরি শেষ করে আবার বাসায় ফিরে যাওয়ার উদ্দেশে রওনা হন। বিমানবন্দর গোলচত্বর এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুজনে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দেখতে পেয়ে স্থানীয়রা তাঁদের প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যান। খবর পেয়ে তাঁদের দুজনকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাফিনকে মৃত ঘোষণা করেন। আর আহত ইমাম চিকিৎসাধীন রয়েছেন। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সাফিনের মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি বিমানবন্দর থানার পুলিশ তদন্ত করছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট