হোম > সারা দেশ > ঢাকা

বিমানবন্দর সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজশিক্ষার্থী নিহত

ঢামেক প্রতিনিধি

রাজধানীর বিমানবন্দর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইসতিয়াক ইসলাম সাফিন (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর বন্ধু ইমাম হাসান (১৯)। 

শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁদের প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক সকাল ৬টার দিকে সাফিনকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে সাফিনের মামা পাভেল আহমেদ জানান, শাফিন ও ইমামের বাসা গাজীপুরের টঙ্গী থানার চেরাগআলীর বড় দেওড়া এলাকায়। উত্তরা কমার্স কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিলেন সাফিন। বাবার নাম আব্দুর রশিদ। 

তিনি আরও জানান, নিজের মোটরসাইকেল নিয়ে সাফিন রাতে তাঁর বন্ধু ইমামকে সঙ্গে নিয়ে পূর্বাচল ৩০০ ফুট রাস্তায় ঘুরতে এসেছিলেন। মধ্যরাতে ঘোরাঘুরি শেষ করে আবার বাসায় ফিরে যাওয়ার উদ্দেশে রওনা হন। বিমানবন্দর গোলচত্বর এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুজনে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দেখতে পেয়ে স্থানীয়রা তাঁদের প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যান। খবর পেয়ে তাঁদের দুজনকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাফিনকে মৃত ঘোষণা করেন। আর আহত ইমাম চিকিৎসাধীন রয়েছেন। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সাফিনের মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি বিমানবন্দর থানার পুলিশ তদন্ত করছে।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার