হোম > সারা দেশ > ঢাকা

সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনির ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

আজকের পত্রিকা ডেস্ক­

দীপু মনি। ফাইল ছবি

সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির ১৬টি ব্যাংক অ্যাকাউন্টের ২ কোটি ৩৯ লাখ ৫ হাজার ৫০২ টাকা অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নির্দেশ দিয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে। এ আবেদন করেন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান।

আবেদনে বলা হয়েছে, দীপু মনির ১৬টি ব্যাংক হিসাবে মোট জমা ছিল ৩১ কোটি ৯ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকা। এর মধ্যে তিনি উত্তোলন করেছেন ২৮ কোটি ৭০ লাখ ৫৫ হাজার ১১৫ টাকা। বর্তমানে হিসাবগুলোতে আছে ২ কোটি ৩৯ লাখ ৫ হাজার ৫০২ টাকা।

দুদক বলছে, ডা. দীপু মনি তাঁর অস্থাবর সম্পদগুলো অন্যত্র স্থানান্তর, হস্তান্তর, বন্ধক বা বেহাত করার প্রচেষ্টা করছেন তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের মামলা রয়েছে। অস্থাবর সম্পদ হস্তান্তর বা বেহাত হলে এসব মামলায় তদন্তে ব্যাঘাত ঘটবে।

উল্লেখ্য, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দীপু মনি গ্রেপ্তার হন। বর্তমানে একাধিক মামলায় তিনি কারাগারে আছেন।

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ