হোম > সারা দেশ > ঢাকা

সমবায় সমিতির নামে গ্রাহকের কোটি টাকা আত্মসাৎকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সমবায় সমিতি খুলে চার শতাধিক গ্রাহকের কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূল হোতা ও সাত প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ফখরুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকা মহানগরীর হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকায় অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ বৃহস্পতিবার র‍্যাব-৩ স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো. আজাহার হোসেন সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। 

র‍্যাব জানায়, ফখরুল বিভিন্ন প্রতারণার মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত, দীর্ঘদিন যাবৎ পলাতক। তিনি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার তাজাম্মল হকের ছেলে। 

ফখরুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব দাবি করেছে, ২০১১ সালে মেঘনা মাল্টিপারপাস লিমিটেড নামে একটি সমবায় সমিতি প্রতিষ্ঠা করে ফখরুল। ২০১৩ সালে এই সমবায় সমিতির গ্রাহকসংখ্যা চার শতাধিক ছাড়িয়ে গেলে গ্রাহকদের জমা করা কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যান ফখরুল। পরবর্তীকালে তাঁর বিরুদ্ধে অর্থ আদালত আইন এবং সমবায় সমিতি আইনে চেক জালিয়াতিসহ প্রতারণার অভিযোগে মোট ৭টি মামলা দায়ের করা হয়। মামলাগুলোর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাঁকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়। তাঁর মধ্যে সমবায় সমিতি আইনের একটি মামলায় ২০২০ সালে ফখরুলকে সাত বছরের কারাদণ্ড এবং ৬ লাখ ৬৬ হাজার ৬৬৬ টাকা অর্থদণ্ড দেয়। 

টাকা আত্মসাৎ করার পর থেকেই ফখরুল নিজ এলাকা ছেড়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছিলেন। তিনি নিজের প্রকৃত নাম-পরিচয় গোপন করে ছদ্মনাম ব্যবহার করে রাজধানীর হাতিরঝিল এলাকায় বসবাস করতেন। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট