হোম > সারা দেশ > গাজীপুর

মোবাইল ফোনে ভিডিও করার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ি। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীতে মোবাইল ফোনে ভিডিও করার সময় ট্রেনের ধাক্কায় স্বর্ণা আক্তার সুলতানা (১৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে টঙ্গীর বর্ণমালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্বর্ণা আক্তার লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার কোড়াপাড়া এলাকার মোহাম্মদ টিপু মিয়ার মেয়ে। তাঁর মৃত্যুর তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, কয়েক দিন আগে স্বর্ণা তাঁর স্বামী সাফায়েত হোসেনের সঙ্গে গাজীপুর মহানগরীর বড়বাড়ী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে আসেন। আজ বিকেলে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে টঙ্গীর বনমালা এলাকায় রেললাইনের পাশে ফুচকার দোকানে আসেন। পরে স্বর্ণা তাঁর মোবাইল ফোনে রেললাইনের একটি ভিডিও ধারণ করতে থাকেন। এ সময় ঢাকার কমলাপুরগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন তিনি।

পরিবারের সদস্যরা স্বর্ণাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ আরও জানায়, খবর পেয়ে টঙ্গী রেলওয়ে ফাঁড়ির পুলিশ আজ রাত ৮টার দিকে হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে।

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ