হোম > সারা দেশ > ঢাকা

ডাকসু নির্বাচনের আচরণবিধি চূড়ান্তে ৪ ফেব্রুয়ারি থেকে অংশীজনের মতামত নেবে ঢাবি

আজকের পত্রিকা ডেস্ক­

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে আগামী ৪ ফেব্রুয়ারি থেকে সব অংশীজনের সঙ্গে আলোচনা করে নির্বাচনী আচরণবিধি চূড়ান্ত করা হবে। এ লক্ষ্যে গঠিত কমিটির আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত কমিটির সদস্য অধ্যাপক রোবায়েত ফেরদৌস বিষয়টি আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ডাকসু নির্বাচনী আচরণবিধি সময়োপযোগী করার লক্ষ্যে আগামী ৪ ফেব্রুয়ারি থেকে সাধারণ শিক্ষার্থী, ক্যাম্পাসে ক্রিয়াশীল সব ছাত্রসংগঠন, বিভিন্ন পর্যায়ে নির্বাচন–সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে তাদের মতামত গ্রহণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘একটি আচরণবিধি রয়েছে, সেটাকে সময়োপযোগী করতে আমরা কাজ করছি। সকলের সঙ্গে আলোচনা করে ডাকসু নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

সভায় কমিটির সদস্য আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ ইকরামুল হক, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ও সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন এবং আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক কাজী আব্দুল মতিন আহমেদ উপস্থিত ছিলেন।

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু