হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

খালেদা জিয়াকে ‘কটূক্তি’, বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার মানহানি মামলা

খালেদা জিয়াকে কটূক্তি করায় সোনারগাঁ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেছেন যুবদলের এক নেতা। 

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল রানা নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ নির্বাহী হাকিম কাজী মোহসেনের আদালতে আজ রোববার দুপুরে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন। আসামি উপজেলা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম মান্নান ও সদস্যসচিব মোশারফ হোসেন। 

মামলার বিবরণে বাদী উল্লেখ করেছেন, তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কটূক্তি করে আসামিরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অফিশিয়াল প্যাড ব্যবহার করে উপজেলার ১০টি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করেন। প্যাডের ওপর লেখা হয় ‘খালেদা জিয়া অমর হোক’ যা অত্যন্ত কুরুচিপূর্ণ একটি কথা, বেগম জিয়া এখনো জীবিত ও সুস্থ আছেন। জীবিত খালেদা জিয়াকে বিএনপির অফিশিয়াল প্যাডে মৃত ঘোষণা করে ‘খালেদা জিয়া অমর হোক’ কথাটি ইচ্ছাকৃতভাবে আসামিরা লিখেছেন। যা এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

মামলার বাদীপক্ষের আইনজীবী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুর রহিম জানান, আদালত মামলাটি আমলে নিয়ে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য সোনারগাঁ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২২ মার্চ। 

মামলার বিষয়ে জানতে চাইলে প্রধান আসামি উপজেলা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘আমাদের অফিশিয়াল প্যাডে ভুলবশত কথাটি লেখা হয়েছে। অনিচ্ছাকৃত এ ভুলের জন্য আমরা দলীয় প্রধানের কাছে ক্ষমা চেয়েছি।’

টঙ্গিবাড়ীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল