হোম > সারা দেশ > ঢাকা

সুপ্রিম কোর্ট বারের নির্বাচন স্থগিত ঘোষণা একাংশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৫ ও ১৬ মার্চ হওয়ার কথা রয়েছে। তবে এই নির্বাচন স্থগিত ঘোষণা করেছে আইনজীবীদের একাংশ। সুপ্রিম কোর্টের ১ নম্বর হলরুমে ‘সুপ্রিম কোর্ট বারের সদস্যবৃন্দ’-এই ব্যানারে সাধারণ সভা ডেকে আজ বুধবার নির্বাচন স্থগিতের ঘোষণা দেওয়া হয়। 

সেই সঙ্গে অবৈধ ঘোষণা করা হয় নির্বাচনের সাব কমিটিও। এ ছাড়া ভোটার তালিকা সংশোধন করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করতে ৯ সদস্যের কমিটিও ঘোষণা করা হয়েছে ওই সভায়। 

এদিকে বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘নির্বাচন যথা সময়েই হবে। আইনজীবীদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি। আর নির্বাচন স্থগিতে আইনজীবীদের একাংশের সিদ্ধান্ত আইনসিদ্ধ নয়।’ 

আইনজীবীদের একাংশের করা কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বারের সাবেক সভাপতি ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদকে। এতে সদস্য করা হয়েছে—সাবেক সম্পাদক গিয়াস উদ্দিন, সাবেক সহসভাপতি সুব্রত চৌধুরী, সাবেক সহসভাপতি এ. কে. এম. জগলুল হায়দার আফ্রিক, সাবেক সহসভাপতি খালেদ আহমেদ, সাবেক সহসভাপতি ড. রফিকুল ইসলাম মেহেদী, কে এম জাবির, শামীম আহসান হাবীব এবং ব্যারিস্টার এম সারোয়ার হোসেনকে। 

 ১ নম্বর হলরুমে অনুষ্ঠিত ওই সভায় অন্যান্যদের মধ্য বক্তব্য দেন জ্যেষ্ঠ আইনজীবী ও বারের সাবেক সভাপতি ব্যারিস্টার এম আমীর উল-ইসলাম, সুব্রত চৌধুরী, তৈমুর আলম খন্দকার, গিয়াস উদ্দিন, এ. কে. এম. জগলুল হায়দার আফ্রিক, সৈয়দ মামুন মাহবুব প্রমুখ। এ সময় শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। 

দুই বছরের আগে ভাড়া বাড়ানো যাবে না—বাড়িওয়ালাদের ডিএনসিসির নির্দেশ

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের