হোম > সারা দেশ > টাঙ্গাইল

মির্জাপুরে ২৮টি জাল নোটসহ নারী গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

গ্রেপ্তারকৃত শিখা বেগম। ফাইল ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে ২৮টি ১০০ টাকার জাল নোটসহ শিখা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) সন্ধ্যায় উপজেলার মহেড়া ইউনিয়নের ছাওয়ালী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শিখা বেগম উপজেলার বিল মহেড়া গ্রামের দুলাল মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, ছাওয়ালী বাজারের ‘পরিমল স্টোর’-এর মালিক সেতু বণিক বাদী হয়ে একটি মামলা করেন। তিনি অভিযোগে জানান, বিকালে শিখা বেগম তার দোকান থেকে এক প্যাকেট মশার কয়েল কেনার সময় ১০০ টাকার একটি নোট দেন। সেটি জাল সন্দেহ হলে তিনি বিষয়টি তার বাবা পরিমল বণিককে জানান।

পরে তারা শিখা বেগমকে নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিভাস সরকার নুপুরের ভাই শিবুনাথ ভূষণ সরকারের দোকানে যান। সেখানেই চেয়ারম্যান উপস্থিত হয়ে শিখাকে জাল টাকার বিষয়ে জিজ্ঞাসা করেন। সন্তোষজনক জবাব না দিলে তার ভ্যানিটি ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিতে আরও ২৭টি ১০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিখা বেগমকে গ্রেপ্তার করে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘আসামির বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে এবং বৃহস্পতিবার তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।’

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ