হোম > সারা দেশ > টাঙ্গাইল

মির্জাপুরে ২৮টি জাল নোটসহ নারী গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

গ্রেপ্তারকৃত শিখা বেগম। ফাইল ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে ২৮টি ১০০ টাকার জাল নোটসহ শিখা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) সন্ধ্যায় উপজেলার মহেড়া ইউনিয়নের ছাওয়ালী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শিখা বেগম উপজেলার বিল মহেড়া গ্রামের দুলাল মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, ছাওয়ালী বাজারের ‘পরিমল স্টোর’-এর মালিক সেতু বণিক বাদী হয়ে একটি মামলা করেন। তিনি অভিযোগে জানান, বিকালে শিখা বেগম তার দোকান থেকে এক প্যাকেট মশার কয়েল কেনার সময় ১০০ টাকার একটি নোট দেন। সেটি জাল সন্দেহ হলে তিনি বিষয়টি তার বাবা পরিমল বণিককে জানান।

পরে তারা শিখা বেগমকে নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিভাস সরকার নুপুরের ভাই শিবুনাথ ভূষণ সরকারের দোকানে যান। সেখানেই চেয়ারম্যান উপস্থিত হয়ে শিখাকে জাল টাকার বিষয়ে জিজ্ঞাসা করেন। সন্তোষজনক জবাব না দিলে তার ভ্যানিটি ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিতে আরও ২৭টি ১০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিখা বেগমকে গ্রেপ্তার করে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘আসামির বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে এবং বৃহস্পতিবার তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।’

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন