হোম > সারা দেশ > ঢাকা

বিরোধীদের ধরপাকড়: এক সপ্তাহেই কারাগারে ধারণ ক্ষমতার দ্বিগুণের বেশি বন্দী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি ও জামায়াতের চলমান আন্দোলনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর ধরপাকড়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দীদের চাপ বেড়েছে। কারাগারটিতে গত এক সপ্তাহ ধরে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দী রয়েছে। 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নাশকতার ঘটনায় মামলা হয়েছে, আরও মামলা হবে। জড়িতদের গ্রেপ্তার অভিযানও অব্যাহত থাকবে। 

কারা কর্তৃপক্ষ বলছে, পুলিশের এই অভিযান অব্যাহত থাকলে কারাগারে বন্দীর সংখ্যা আরও বাড়বে। আজ রোববারও সারা দেশে ১ হাজার ৩০০ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

আজ বিকেলে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের সূত্র জানিয়েছে, কারাগারটিতে বর্তমানে ১১ হাজার ২০৬ জন বন্দী রয়েছে। কারাগারটির ধারণ ক্ষমতা ৪ হাজার ৫৯০ জন বন্দী। অর্থাৎ কারাগারটিতে ধারণ ক্ষমতার দ্বিগুণের বেশি বন্দী রয়েছে। এত বন্দী সামলা দিতে হিমশিম খাচ্ছে কারা কর্তৃপক্ষ।

গতকাল শনিবার ঢাকায় বিএনপির ৮৪১ জন নেতা কর্মী গ্রেপ্তার হয়, আর রোববার  বিকেল পর্যন্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৬৯৬ জন গ্রেপ্তার হয়েছেন। তাদের সবাইকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। 

আজ রোববার হরতাল শেষে বিএনপি আগামী মঙ্গলবার থেকে সারা দেশে ৩ দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। অবরোধের সময় ধরপাকড় বাড়লে বন্দীর সংখ্যা আরও বাড়বে বলে কারা কর্তৃপক্ষের আশঙ্কা। 

গতকাল শনিবারের সংঘর্ষের ঘটনায় ঢাকায় ২৮টি মামলা হয়েছে। এ সকল মামলায় বিএনপির শীর্ষ নেতাসহ জ্ঞাত অজ্ঞাত কয়েক হাজার আসামি করা হয়েছে।

কারাসূত্রটি জানিয়েছে, স্বাভাবিক সময় ঢাকা কেন্দ্রীয় কারাগারে ৭ থেকে ৮ হাজার বন্দী থাকে। তবে বর্তমানে তিন থেকে চার হাজার বন্দী বেশি রয়েছে।

রোববার বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান সোহান নামে এক যুবক। তিনি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। সোহান বলেন, ‘কারাগারে তিল ধারণের জায়গা নেই। খুবই গাদাগাদি করে থাকতে হয়।’

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাস কুমার আজকের পত্রিকাকে বলেন, ‘বন্দী বেশি হলেও কারাগারে বন্দীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আমাদের বিভিন্ন ধরনের তৎপরতা রয়েছে।’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল