হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে আ. লীগ নেতাকে গুলি করে হত‍্যা

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বানীবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লতিফ মিয়াকে গুলি করে হত‍্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বানীবহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, রাতে বানীবহ বাজার থেকে বাড়ি ফিরছিলেন লতিফ মিয়া। এ সময় বাড়ি থেকে তিন শ গজ দূরে দুর্বৃত্তরা তাঁর গতি রোধ করে। পরে তাঁকে গুলি করে পালিয়ে যায়। ওই সময় তাঁকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন‍্য ঢাকায় নেওয়ার পথে মারা যায়। 

মোহাম্মদ আলী নামে এক স্থানীয় জানায়, রাত ১২টার দিকে পাঁচটি গুলির শব্দে ঘুম ভেঙে যায়। ঘর থেকে বেড় হয়ে দেখি চেয়ারম্যান লতিফ মাটিতে পড়ে রয়েছে। তারা স্থানীয়রা কয়েকজন মিলে দ্রুত হাসপাতালে 

আরেক স্থানীয় কাদের জানায়, গুলির শব্দ শোনার পর ঘর থেকে বেড় হই। তাৎক্ষণিক রাস্তায় বেড় হয়ে চেয়ারম্যানকে আমি সহ আমার দুই ছেলে উদ্ধার করি। চেয়ারম্যানের কোনো  সারা শব্দ না পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করি। পরে আরও পাঁচ সাতজন আসলে চেয়ারম্যানকে হাসপাতালে পাঠাই। 

ইউপি সদস‍্য লতা জানায়, ২০০১ সালে তিনি বানীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়। এবারের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে তাঁর নির্বাচনে অংশ গ্রহণের কথা ছিল । প্রতিপক্ষ তাঁকে হত্যা করতে পারে। 

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন বলেন, ঘটনার পর পরই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার