হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে আ. লীগ নেতাকে গুলি করে হত‍্যা

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বানীবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লতিফ মিয়াকে গুলি করে হত‍্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বানীবহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, রাতে বানীবহ বাজার থেকে বাড়ি ফিরছিলেন লতিফ মিয়া। এ সময় বাড়ি থেকে তিন শ গজ দূরে দুর্বৃত্তরা তাঁর গতি রোধ করে। পরে তাঁকে গুলি করে পালিয়ে যায়। ওই সময় তাঁকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন‍্য ঢাকায় নেওয়ার পথে মারা যায়। 

মোহাম্মদ আলী নামে এক স্থানীয় জানায়, রাত ১২টার দিকে পাঁচটি গুলির শব্দে ঘুম ভেঙে যায়। ঘর থেকে বেড় হয়ে দেখি চেয়ারম্যান লতিফ মাটিতে পড়ে রয়েছে। তারা স্থানীয়রা কয়েকজন মিলে দ্রুত হাসপাতালে 

আরেক স্থানীয় কাদের জানায়, গুলির শব্দ শোনার পর ঘর থেকে বেড় হই। তাৎক্ষণিক রাস্তায় বেড় হয়ে চেয়ারম্যানকে আমি সহ আমার দুই ছেলে উদ্ধার করি। চেয়ারম্যানের কোনো  সারা শব্দ না পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করি। পরে আরও পাঁচ সাতজন আসলে চেয়ারম্যানকে হাসপাতালে পাঠাই। 

ইউপি সদস‍্য লতা জানায়, ২০০১ সালে তিনি বানীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়। এবারের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে তাঁর নির্বাচনে অংশ গ্রহণের কথা ছিল । প্রতিপক্ষ তাঁকে হত্যা করতে পারে। 

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন বলেন, ঘটনার পর পরই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন