হোম > সারা দেশ > ঢাকা

অধ্যাদেশ বাতিলে উপদেষ্টাদের স্মারকলিপি দেওয়ার আগে সচিবালয়ে কর্মচারীদের জমায়েত

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

সচিবালয়ের ৬ নম্বর ভবনের পাশে বাদামতলায় কর্মচারীরা। ছবি: আজকের পত্রিকা

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে তিন উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার আগে সচিবালয়ে জড়ো হয়েছেন কর্মচারীরা। আজ রোববার খাদ্য উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা ও জ্বালানি উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবেন কর্মচারীরা। এ উপলক্ষে ১১টার পর সচিবালয়ের ৬ নম্বর ভবনের পাশে বাদামতলায় জড়ো হন তাঁরা।

বাদামতলায় জড়ো হয়ে কর্মচারীরা ‘অবৈধ কালো আইন, মানি না মানব না’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সচিবালয়ের কর্মচারী, এক হও লড়াই করো’, ‘ফ্যাসিবাদের দালালেরা, হুঁশিয়ার সাবধান’ স্লোগান দিচ্ছেন।

সচিবালয় কর্মচারী ঐক্য কোরামের কো চেয়ারম্যান নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘কালো আইন বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আজ আমরা স্মারকলিপি দেওয়ার জন্য সবাই এখানে জড়ো হয়েছি। তিনজন উপদেষ্টার কাছে স্মারকলিপি দেব।’

তিনি আরও বলেন, ‘আমরা সরকারের কাছ থেকে ঈদের আগেই আগে ভালো খবর চাই। না হলে ঈদের পর অন্যান্য দাবি যুক্ত করে সারাদেশে কঠোর আন্দোলন করা হবে।’

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার