হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে চলন্ত অটোরিকশায় আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি চলন্ত সিএনজি চালিত অটোরিকশায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় যাত্রীরা নিরাপদে বেরিয়ে যেতে পারলেও আগুনে সামান্য আহত হয়েছেন অটোচালক। 

আজ শুক্রবার দুপুর ২টায় চাষাঢ়া থেকে সাইনবোর্ডগামী একটি যাত্রীবাহী সিএনজিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চালকদের ধারণা সিএনজির সিলিন্ডার ফেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

চালক সুমন বলেন, ‘চলন্ত অবস্থায় হঠাৎ পেছনে আগুন ধরে যায়। দ্রুত যাত্রীরা নেমে যায়। আমি আগুনের কাছে গিয়ে দেখি সিলিন্ডারের পাইপ থেকে গ্যাস বের হচ্ছে ও আগুন জ্বলছে। আগুন নেভানোর চেষ্টা করার সময় আমার হাত কিছুটা পুড়ে যায়। যাত্রীরা নিরাপদ থাকলেও এক যাত্রীর ব্যাগ ও ব্যাগে থাকা ল্যাপটপ পুড়ে গেছে।’ 

প্রত্যক্ষদর্শীরা বলেন, আগুন ধরার কিছুক্ষণের মধ্যেই পুরো অটোরিকশাটি পুড়ে যায়। আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বের হওয়ায় তা নেভানো যায়নি। পরে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে। 

নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ নাঈম হোসেন বলেন, ‘ধারণা করা হচ্ছে সিএনজির গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত। ঘটনাস্থলে গিয়ে দেখি আগুন প্রায় নিভে গেছে। পরে পুরো সিএনজির আগুন নিভিয়ে ফেলি আমরা। পোড়া গাড়িটি নিরাপদ দূরত্বে সরিয়ে রাখা হয়েছে।’

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি