হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে চলন্ত অটোরিকশায় আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি চলন্ত সিএনজি চালিত অটোরিকশায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় যাত্রীরা নিরাপদে বেরিয়ে যেতে পারলেও আগুনে সামান্য আহত হয়েছেন অটোচালক। 

আজ শুক্রবার দুপুর ২টায় চাষাঢ়া থেকে সাইনবোর্ডগামী একটি যাত্রীবাহী সিএনজিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চালকদের ধারণা সিএনজির সিলিন্ডার ফেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

চালক সুমন বলেন, ‘চলন্ত অবস্থায় হঠাৎ পেছনে আগুন ধরে যায়। দ্রুত যাত্রীরা নেমে যায়। আমি আগুনের কাছে গিয়ে দেখি সিলিন্ডারের পাইপ থেকে গ্যাস বের হচ্ছে ও আগুন জ্বলছে। আগুন নেভানোর চেষ্টা করার সময় আমার হাত কিছুটা পুড়ে যায়। যাত্রীরা নিরাপদ থাকলেও এক যাত্রীর ব্যাগ ও ব্যাগে থাকা ল্যাপটপ পুড়ে গেছে।’ 

প্রত্যক্ষদর্শীরা বলেন, আগুন ধরার কিছুক্ষণের মধ্যেই পুরো অটোরিকশাটি পুড়ে যায়। আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বের হওয়ায় তা নেভানো যায়নি। পরে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে। 

নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ নাঈম হোসেন বলেন, ‘ধারণা করা হচ্ছে সিএনজির গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত। ঘটনাস্থলে গিয়ে দেখি আগুন প্রায় নিভে গেছে। পরে পুরো সিএনজির আগুন নিভিয়ে ফেলি আমরা। পোড়া গাড়িটি নিরাপদ দূরত্বে সরিয়ে রাখা হয়েছে।’

আহমদ ছফার নামে রাস্তার নামকরণ করল ডিএনসিসি

লক্ষ্মীপুরে বিএনপির নেতার ঘরে আগুন: আইসিইউতে চিকিৎসাধীন মেয়েকে দেখতে বার্ন ইনস্টিটিউটে রিজভী

হাদি হত্যা: মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার সেই হান্নানের জামিন

টাঙ্গাইল-৭: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই ভাই

উদীচীতে হামলা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সাহায্যকারী দুজন ফের রিমান্ডে

জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি সহায়তা নয়, গণচাঁদাতেই কেন্দ্রীয় কার্যালয় সংস্কার করবে উদীচী

রাজধানীর হাতিরঝিলে দুই শিশুর মৃত্যু ও মা-বাবার অসুস্থতা ঘিরে রহস্য

রাজধানীতে মধ্যরাতে ছুরিকাঘাতে যুবক নিহত, বাসের ধাক্কায় ছিনতাইকারী সংকটাপন্ন