হোম > সারা দেশ > ঢাকা

২১ দৃষ্টিপ্রতিবন্ধীকে প্রশিক্ষণ দিচ্ছে জেসিআই ঢাকা ডায়নামিক

মিরপুরে ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (বিইআরডিও) ‘প্রজেক্ট এনাবল’ দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণার্থীদের নিয়ে একটি অনুষ্ঠান হয়েছে। এতে প্রশিক্ষণার্থীদের দক্ষতা অনুযায়ী কর্মসংস্থানের ব‍্যবস্থা করা হবে। 

প্রথম ধাপে ফার সিরামিকস আয়োজিত শারীরিক প্রতিবন্ধীদের ট্রেনিং ও কর্মসংস্থানের ব‍্যবস্থা করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় টেকফি সলিউশন নামে দ্বিতীয় ধাপের আয়োজন করা হয়, যার পিয়ার পার্টনার টেকফি সলিউশন, ব্র্যান্ড স্মিথ ট্রেডিং ও জেসিআই ঢাকা ডাইনামিক। তাদের এই সম্মিলিত উদ্যোগে সার্বিক সহায়তা দিচ্ছে বিইআরডিও। 

বুধবার থেকে এই প্রকল্পের আওতায় ২১ জন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে নিয়ে একটি প্রকল্প শুরু হয়েছে। এতে প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষণার্থীদের জন্য খাবার ও বাসস্থানের ব্যবস্থাও আছে। 

পিয়ার পার্টনারের অভিজ্ঞ প্রশিক্ষকেরা এই ২১ জনকে প্রশিক্ষণ দেবেন। এ মাসেই শুরু হতে যাওয়া এই প্রশিক্ষণে অংশ নিয়ে তারা পেশাদার পরিবেশের জন্য নিজেকে প্রস্তুত করা, দলগত কাজের প্রক্রিয়া, কাজের নির্দেশাবলি অনুসরণ ও পেশাদারিত্বের সঙ্গে বাস্তব পরিবেশে কাজের দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া বুঝতে শিখবেন। 

প্রশিক্ষণার্থীদের দক্ষতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি প্রত্যেকের আত্মশক্তি আবিষ্কার, নেতৃত্ব গ্রহণ ও নেতৃত্বের ভূমিকা বোঝার প্রশিক্ষণ, পেশাদারিত্ব এবং অন্যান্য কর্মক্ষেত্রের জন্য যোগ্য করে নিজেকে গড়ে তুলতে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে। 

অনুষ্ঠানে জেসিআই ঢাকা ডাইনামিকসের স্থানীয় এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ফার সিরামিকস লিমিটেডের পরিচালক ইমতিয়াজ উদ্দিন বলেন, এই উদ্যোগ শারীরিকভাবে অক্ষম মানুষদের কর্মক্ষেত্রে অন্তর্ভুক্ত করার ইচ্ছা থেকেই এসেছে। আরও বক্তব্য রাখেন জেসিআই এশিয়া প্যাসিফিকের ভাইস প্রেসিডেন্ট মেরি কিতামুরা ও বিইআরডিওর প্রধান পরিচালক এমডি. সাইদুল হক।

শহীদ জিয়ার কবরের পূর্বপাশেই খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন