হোম > সারা দেশ > ঢাকা

বিশ্ব সাদাছড়ি দিবস পালন করল ‘বার্ডো’

নানা আয়োজনে বিশ্ব সাদাছড়ি দিবস পালন করেছে ব্লাইন্ড এডুকেশন এন্ড রিহেবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো)। দিবসটি উপলক্ষে শনিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া বিকেলে অনুষ্ঠিত হয় কর্মশালা। এবারের সাদাছড়ি দিবসের প্রতিপাদ্য ‘দৃষ্টিজয়ে ব্যবহার করি, প্রযুক্তি নির্ভর সাদাছড়ি’। 

সাদাছড়ি নিরাপত্তা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন মোহাম্মদ জসিম উদ্দিন, নির্বাহী সচিব (যুগ্ম সচিব), বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়। 

তিনি তার বক্তব্যে বলেন, ‘বার্ডো’র উন্নয়নে যা যা করণীয় আমি বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে তা করব। আমি যেখানে থাকি না কেন আমি বার্ডো’র সঙ্গে আছি। বার্ডো অত্যাধুনিক ডিজিটাল ব্রেইল প্রেস স্থাপনরে জন্য দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা একধাপ এগিয়ে যাবে বলে আমি মনে করি।’ 

বিশেষ অতিথি হিসেবে ইঞ্জিনিয়ার কামরুল আহসান বলেন, ‘আমি বার্ডোকে সহযোগিতা করছি। ভবিষ্যতে এই সহযোগিতা অব্যাহত থাকবে।’

আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন বার্ডো’র আবাসিক বিদ্যালয়ের ছাত্র মো. মহসিন। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রেইল পাঠাগার উন্নয়ন ও করণীয় শীর্ষক কর্মশালা উদ্বোধন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (আইন ও নীতি), শাহনওয়াজ দিলরুবা খান। বার্ডো ব্রেইল পাঠাগার উন্নয়ন ও করণীয় শীর্ষক কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন মো. রাসেল। কর্মশালায় প্রায় ৫০ জন অংশগ্রহণকারী অংশগ্রহণ করেন। 

আলোচনা সভায় বার্ডোর নির্বাহী পরিচালক মো. সাইদুল হক বলেন, ‘বার্ডো অত্যাধুনিক ব্রেইল প্রেস স্থাপন করা ও ৬টি ব্রেইল প্রিন্টার আছে। আবাসিক বিদ্যালয়ে ৫০ জন দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র আছে। বার্ডো মেয়েদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করার চেষ্টায় আছে।’ 

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক