হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে বাসচাপায় আহত ৩, দুটি গাড়িতে অগ্নিসংযোগ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ছয়দানা এলাকায় বাসচাপায় তিনজন আহত হয়েছেন। এ ঘটনার পর দুটি গাড়িতে অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় তাইরুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুজন সম্পর্কে নানি–নাতি।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাছা থানাধীন ছয়দানা এলাকায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। 

গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) আলমগীর হোসেন বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাছা থানাধীন ছয়দানা এলাকায় নানি-নাতিসহ তিনজন রাস্তা পার হচ্ছিলেন। এ সময় অনাবিল পরিবহনের একটি গাড়ি ঢাকামুখী লেনে তাঁদের চাপা দেয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে তাইরুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।’

পুলিশ কর্মকর্তা আলমগীর আরও বলেন, ‘এ সময় উত্তেজিত জনতা অনাবিল পরিবহনসহ দুটি গাড়িতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। আগুন নিভিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।’

তাইরুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আশরাফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আহতদের অবস্থা গুরুতর। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু