নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর সেগুনবাগিচায় কর কমিশনের ১২ তলা ভবনের ৭ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। আজ সোমবার দুপুর দুইটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের গণমাধ্যম কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।
শাহজাহান শিকদার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চারটা ইউনিট পাঠানো হয়েছে। প্রয়োজনে ইউনিট সংখ্যা বাড়ানো হবে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণের পর এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।