হোম > সারা দেশ > মানিকগঞ্জ

হরিরামপুরে ইউপি নির্বাচনে নির্বাচিত হলেন যাঁরা

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরের ১৩টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের ৯ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী একজন এবং স্বতন্ত্র তিন প্রার্থী নির্বাচিত হয়েছেন।

নৌকা প্রতীকের নির্বাচিত প্রার্থীরা হলেন—কাঞ্চনপুর ইউনিয়নে গাজী বনি ইসলাম রূপক, বাল্লা ইউনিয়নে বাচ্চু মিয়া, চালা ইউনিয়নে কাজী আব্দুল মজিদ, বলড়া ইউনিয়নে মোসলেম উদ্দীন খান কুন্নু, হারুকান্দি ইউনিয়নে শেখ মোশারফ হোসেন, ধুলসুরা ইউনিয়নে জায়েদ খান, সুতালড়ি ইউনিয়নে আব্দুস সালাম, আজিমনগর ইউনিয়নে বিল্লাল হোসেন ও লেছড়াগঞ্জ ইউনিয়নে মোয়াজ্জেম হোসেন। 

এ ছাড়া রামকৃষ্ণপুর ইউনিয়নে কামাল হোসেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নির্বাচিত হন। 

এদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিতরা হলেন বয়ড়া ইউনিয়নে ফরিদুর রহমান ফরিদ, গোপীনাথপুর ইউনিয়নে আব্দুল মতিন মোল্লা ও গালা ইউনিয়নে শফিক বিশ্বাস।

হরিরামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, দু-একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া হরিরামপুরে শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

উল্লেখ্য, হরিরামপুর উপজেলায় ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৪ জন এবং সদস্য পদে ৩৬৯, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩৪ জন প্রার্থী হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ধুলসুরা ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে জায়েদ খান নির্বাচিত হয়েছেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৯ জন সাধারণ সদস্য নির্বাচিত হন। 

বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের নিয়ে ব্রাইটার টুমরোর আনন্দ ভ্রমণ, শীতবস্ত্র উপহার

হাদি হত্যা মামলা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ফের রিমান্ডে

র‍্যাকের সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল

রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক আনিস আলমগীর

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা