হোম > সারা দেশ > গাজীপুর

সরকারি পুকুর ভরাট ও দখলমুক্ত করতে মানববন্ধন 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী বাজারের শত বছরের পুরোনো সরকারি পুকুর অবৈধ ও বেআইনিভাবে নাগরী খ্রিষ্টান মিশন (দি ঢাকা আর্চ ডাইওসিস, হলিসি ক্যাথলিক চার্চ এ্যাষ্টেট) কর্তৃক ভরাট ও দখলমুক্ত করতে মানববন্ধন করেছে নাগরী বাজার, মসজিদ ও মন্দির কমিটি এবং স্থানীয় এলাকাবাসী। আজ রোববার নাগরী বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

নাগরী বাজার পরিচালনা কমিটির সভাপতি জুয়েল মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইকবাল হোসেন, নাগরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি তমিজ উদ্দিন শিকদার, সেক্রেটারি মোবারক হোসেন, কোষাধ্যক্ষ বাদল শিকদার, নাগরী শ্রী শ্রী কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি তাপস বণিক, সেক্রেটারি আনন্দ বিশ্বাস, নাগরী বাজার পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ লিটন বণিকসহ অনেকে। 

মানববন্ধনে বক্তারা বলেন, নাগরী বাজারের মসজিদসংলগ্ন শত বছরের পুরোনো সরকারি পুকুরের পানি বাজারের ব্যবসায়ীরা গোসল, মসজিদের মুসল্লিরা অজু, মন্দিরের ভক্তবৃন্দ পূজা-অর্চনার কাজে ব্যবহার করত। কিন্তু পুকুরটি নাগরী খ্রিষ্টান মিশন (দ্য ঢাকা আর্চ ডাইওসিস, হলিসি ক্যাথলিক চার্চ এ্যাস্টেট) অবৈধ ও বেআইনিভাবে টিনের প্রাচীর দিয়ে ভরাট ও দখল করে রেখেছে। অবিলম্বে সরকারি পুকুরটি মুক্ত করতে হবে। পাশাপাশি এলাকাবাসীর স্বার্থে পুকুরটি সংস্কারেরও দাবিও জানান বক্তারা। 

মানববন্ধনে নাগরী বাজার পরিচালনা কমিটি, মসজিদ পরিচালনা কমিটি ও মন্দির পরিচালনা কমিটি র লোকজনসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। 

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯