হোম > সারা দেশ > ঢাকা

পিলখানা ট্র্যাজেডি: আগুনে পুড়ে গেছে অস্থায়ী আদালতের এজলাস কক্ষ

আজকের পত্রিকা ডেস্ক­

রাজধানীর বকশি বাজারের সরকারি আলিয়া মাদ্রাসার মাঠের পাশে তৈরি অস্থায়ী আদালতের এজলাস কক্ষ পুড়ে গেছে। ছবি: আজকের পত্রিকা

পিলখানা ট্র্যাজেডির ঘটনায় বিস্ফোরক মামলার বিচারের জন্য আদালত বসার কথা ছিল রাজধানীর বকশীবাজারের সরকারি আলিয়া মাদ্রাসার মাঠের পাশে তৈরি করা অস্থায়ী ভবনে। তবে ভোররাতেই আগুনে পুড়ে গেছে আদালতের এজলাস কক্ষ।

আজ বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, আদালতের এজলাস কক্ষসহ সবকিছুই পুড়ে গেছে। আদালত বসার মতো কোনো অবস্থা নেই সেখানে।

এদিকে আলিয়া মাদ্রাসার পাশের অস্থায়ী ভবনে আদালত না বসাতে মাঠের চারদিকের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। তাঁরা মাঠের পাশ থেকে আদালত অপসারণের দাবি জানিয়েছেন।

অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে চাইলে লালবাগ ফায়ার স্টেশনের সিনিয়র স্টাফ অফিসার মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমরা ভোররাত ৪টার দিকে আগুন লাগার সংবাদ পাই। তবে ঘটনাস্থলে প্রবেশ করতে চাইলে বাধার মুখে পড়ি। তাই আগুন নেভাতে পারিনি।’

তবে কারা বাধা দিয়েছে জানতে চাইলে তিনি কারও পরিচয় প্রকাশ করতে চাননি।

এর আগে বুধবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকার পিলখানার বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে করা মামলার বিচারকার্য পরিচালনার জন্য বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত ভবনটিকে অস্থায়ী আদালত বানিয়ে বিচার পরিচালিত হয়ে আসছে।

রাজধানীর বকশি বাজারের সরকারি আলিয়া মাদ্রাসার মাঠের পাশে তৈরি অস্থায়ী আদালতের এজলাস কক্ষ পুড়ে গেছে। ছবি: আজকের পত্রিকা

তবে গত জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় আদালত ভবনটিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং পরবর্তী সময়ে ছাত্রদের বাধার কারণে বিচারকার্য পরিচালনা করা সম্ভব হচ্ছে না।

রাজধানীর বকশি বাজারের সরকারি আলিয়া মাদ্রাসার মাঠের পাশে তৈরি অস্থায়ী আদালতের এজলাস কক্ষ পুড়ে গেছে। ছবি: আজকের পত্রিকা

এতে বলা আরও হয়, ফলে আসামিদের নিয়ে যাওয়া-আসা এবং নিরাপত্তা নিশ্চিত করা প্রায় অসম্ভব হচ্ছে। আসামিদের কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রাখা হচ্ছে বিধায় ওই কারাগারে নির্মিত অস্থায়ী আদালতে বিচারকার্য পরিচালনা করা গেলে আসামিদের আনা-নেওয়ার অসুবিধা দূর হবে এবং নিরাপত্তা নিশ্চিত হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়