হোম > সারা দেশ > ঢাকা

পিলখানা ট্র্যাজেডি: আগুনে পুড়ে গেছে অস্থায়ী আদালতের এজলাস কক্ষ

আজকের পত্রিকা ডেস্ক­

রাজধানীর বকশি বাজারের সরকারি আলিয়া মাদ্রাসার মাঠের পাশে তৈরি অস্থায়ী আদালতের এজলাস কক্ষ পুড়ে গেছে। ছবি: আজকের পত্রিকা

পিলখানা ট্র্যাজেডির ঘটনায় বিস্ফোরক মামলার বিচারের জন্য আদালত বসার কথা ছিল রাজধানীর বকশীবাজারের সরকারি আলিয়া মাদ্রাসার মাঠের পাশে তৈরি করা অস্থায়ী ভবনে। তবে ভোররাতেই আগুনে পুড়ে গেছে আদালতের এজলাস কক্ষ।

আজ বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, আদালতের এজলাস কক্ষসহ সবকিছুই পুড়ে গেছে। আদালত বসার মতো কোনো অবস্থা নেই সেখানে।

এদিকে আলিয়া মাদ্রাসার পাশের অস্থায়ী ভবনে আদালত না বসাতে মাঠের চারদিকের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। তাঁরা মাঠের পাশ থেকে আদালত অপসারণের দাবি জানিয়েছেন।

অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে চাইলে লালবাগ ফায়ার স্টেশনের সিনিয়র স্টাফ অফিসার মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমরা ভোররাত ৪টার দিকে আগুন লাগার সংবাদ পাই। তবে ঘটনাস্থলে প্রবেশ করতে চাইলে বাধার মুখে পড়ি। তাই আগুন নেভাতে পারিনি।’

তবে কারা বাধা দিয়েছে জানতে চাইলে তিনি কারও পরিচয় প্রকাশ করতে চাননি।

এর আগে বুধবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকার পিলখানার বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে করা মামলার বিচারকার্য পরিচালনার জন্য বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত ভবনটিকে অস্থায়ী আদালত বানিয়ে বিচার পরিচালিত হয়ে আসছে।

রাজধানীর বকশি বাজারের সরকারি আলিয়া মাদ্রাসার মাঠের পাশে তৈরি অস্থায়ী আদালতের এজলাস কক্ষ পুড়ে গেছে। ছবি: আজকের পত্রিকা

তবে গত জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় আদালত ভবনটিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং পরবর্তী সময়ে ছাত্রদের বাধার কারণে বিচারকার্য পরিচালনা করা সম্ভব হচ্ছে না।

রাজধানীর বকশি বাজারের সরকারি আলিয়া মাদ্রাসার মাঠের পাশে তৈরি অস্থায়ী আদালতের এজলাস কক্ষ পুড়ে গেছে। ছবি: আজকের পত্রিকা

এতে বলা আরও হয়, ফলে আসামিদের নিয়ে যাওয়া-আসা এবং নিরাপত্তা নিশ্চিত করা প্রায় অসম্ভব হচ্ছে। আসামিদের কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রাখা হচ্ছে বিধায় ওই কারাগারে নির্মিত অস্থায়ী আদালতে বিচারকার্য পরিচালনা করা গেলে আসামিদের আনা-নেওয়ার অসুবিধা দূর হবে এবং নিরাপত্তা নিশ্চিত হবে।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার