হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আড়াইহাজারে ছাত্রলীগের কেউ সিগারেট খায় দেখাতে পারলে রাজনীতিই ছেড়ে দেবেন এমপি বাবু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আড়াইহাজারে ছাত্রলীগের কেউ সিগারেট পান করে না বলে চ্যালেঞ্জ দিয়েছেন নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু। এমন কোনো প্রমাণ কেউ দেখাতে পারলে রাজনীতিই ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা ও সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলনে এমন মন্তব্য করেন এমপি। উপজেলা পরিষদসংলগ্ন শহীদ মঞ্জুর স্টেডিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু বলেন, ‘ছাত্রলীগের কোনো বদনাম নেই। করোনার সময়ও ছাত্রলীগের কর্মীরা ঘরে যায়নি। তারা মানুষের দুয়ারে দুয়ারে খাদ্য, ওষুধ, চিকিৎসাসামগ্রী পৌঁছে দিয়েছে। বঙ্গবন্ধু যা চেয়েছিলেন, তা-ই আজ ছাত্রলীগ করে যাচ্ছে। দু-একটি ঘটনা অনাকাঙ্ক্ষিত, সেগুলো নিয়ে অনেকে রাজনীতি করার চেষ্টা করে। পত্রিকায় অনেক কিছু আসে। তবে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা-কর্মীরা কোনো অন্যায়ে জড়ায় না। আমার আড়াইহাজারে ছাত্রলীগের কোনো ছেলে হাতে সিগারেট নিয়েছে বা খেয়েছে—এই ইতিহাস দেখাতে পারলে রাজনীতি থেকে বিদায় নিব!’ 

সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, জাতীয় নির্বাহী পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত প্রমুখ। 

আব্দুর রহমান তাঁর বক্তব্যে বলেন, ‘বিএনপির সাবেক দুই নেতার নেতৃত্বে নতুন দল গঠিত হচ্ছে। বদরুদ্দোজা চৌধুরী আর অলি আহমদের নেতৃত্বে অনেক নেতা খালেদা-তারেককে বাদ দিয়েই নির্বাচনে আসবেন। এরই মধ্যে জামায়াতও তাদের তালাক দিয়েছে। এই দলের সঙ্গে এখন কেউ নেই।’ 

নির্বাচন কমিশনের অধীনে জাতীয় নির্বাচন হবে উল্লেখ করে এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘আগামীর নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে আহ্বান জানিয়েছেন নির্বাচনে অংশগ্রহণ করতে। অথচ বিএনপি বলছে তারা নির্বাচনে অংশ নেবে না, এমনকি নির্বাচন হতেও দেবে না। তারা রাজপথে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করছে। ছাত্রলীগের কর্মীরা এই নৈরাজ্য প্রতিহত করবে।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির