হোম > সারা দেশ > ঢাকা

বিদেশি কূটনীতিকদের বিরুদ্ধে সময় হলে অ্যাকশন: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

দেশের অভ্যন্তরীণ বিষয়ে যেসব কূটনীতিক মন্তব্য করে থাকেন তাদের সতর্ক করে দিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, ‘সময় হলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে।’ 

আজ শনিবার রাজধানীর ফরেইন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানের পর পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের মতো দেশ তাদের অভ্যন্তরীণ নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার প্রতি অসন্তুষ্ট হয়েছে। সে দেশের ২০ থেকে ২১ জন কূটনীতিককে তাঁরা বের করে দিয়েছে।’ যুক্তরাষ্ট্র শক্তিশালী, সে জন্য এটি করতে পেরেছে—এমনটা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সেই শক্তি নাই। সে জন্য এ পথে যাই না। সময় হলে আমরাও অ্যাকশনে যাব।’

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের উপদেশের প্রয়োজন নেই জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কূটনীতিকদের কথা বলার একটি পদ্ধতি আছে, শিষ্টাচার আছে। তাঁরা যদি কিছু বলতে চান, তাঁরা সেটা সরকারকে জানাতে পারেন।’ 

এদিকে, ঢাকায় জাপানের রাষ্ট্রদূতের সাম্প্রতিক একটি মন্তব্যের পর বিদেশি কূটনীতিকদের শিষ্টাচার মেনে চলার প্রসঙ্গ বারবার আসছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান। 

সম্প্রতি বাংলাদেশে ২০১৮ সালের নির্বাচনের পরপর ঢাকাস্থ জাপান দূতাবাস উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছিল। সেই বিবৃতির কথা উল্লেখ করে দেশটির রাষ্ট্রদূত ইতো নাওকি ১৪ নভেম্বর আশাবাদ ব্যক্ত করেন, আগামী জাতীয় নির্বাচন আগের চেয়ে ভালো হবে এবং অবাধ ও নিরপেক্ষ হবে। তিনি বলেন, ‘আমি শুনেছি, ভোটের আগের রাতে পুলিশ অফিসারেরা ব্যালট ভর্তি করেছে। এমন উদাহরণ আর কোনো দেশে আছে বলে আমি শুনিনি।’ ব্যালট বাক্স ভর্তির পুনরাবৃত্তি আর কখনো হওয়া উচিত হবে না বলে তিনি উল্লেখ করেন। 

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার