হোম > সারা দেশ > ঢাকা

বিদেশি কূটনীতিকদের বিরুদ্ধে সময় হলে অ্যাকশন: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

দেশের অভ্যন্তরীণ বিষয়ে যেসব কূটনীতিক মন্তব্য করে থাকেন তাদের সতর্ক করে দিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, ‘সময় হলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে।’ 

আজ শনিবার রাজধানীর ফরেইন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানের পর পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের মতো দেশ তাদের অভ্যন্তরীণ নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার প্রতি অসন্তুষ্ট হয়েছে। সে দেশের ২০ থেকে ২১ জন কূটনীতিককে তাঁরা বের করে দিয়েছে।’ যুক্তরাষ্ট্র শক্তিশালী, সে জন্য এটি করতে পেরেছে—এমনটা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সেই শক্তি নাই। সে জন্য এ পথে যাই না। সময় হলে আমরাও অ্যাকশনে যাব।’

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের উপদেশের প্রয়োজন নেই জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কূটনীতিকদের কথা বলার একটি পদ্ধতি আছে, শিষ্টাচার আছে। তাঁরা যদি কিছু বলতে চান, তাঁরা সেটা সরকারকে জানাতে পারেন।’ 

এদিকে, ঢাকায় জাপানের রাষ্ট্রদূতের সাম্প্রতিক একটি মন্তব্যের পর বিদেশি কূটনীতিকদের শিষ্টাচার মেনে চলার প্রসঙ্গ বারবার আসছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান। 

সম্প্রতি বাংলাদেশে ২০১৮ সালের নির্বাচনের পরপর ঢাকাস্থ জাপান দূতাবাস উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছিল। সেই বিবৃতির কথা উল্লেখ করে দেশটির রাষ্ট্রদূত ইতো নাওকি ১৪ নভেম্বর আশাবাদ ব্যক্ত করেন, আগামী জাতীয় নির্বাচন আগের চেয়ে ভালো হবে এবং অবাধ ও নিরপেক্ষ হবে। তিনি বলেন, ‘আমি শুনেছি, ভোটের আগের রাতে পুলিশ অফিসারেরা ব্যালট ভর্তি করেছে। এমন উদাহরণ আর কোনো দেশে আছে বলে আমি শুনিনি।’ ব্যালট বাক্স ভর্তির পুনরাবৃত্তি আর কখনো হওয়া উচিত হবে না বলে তিনি উল্লেখ করেন। 

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ