হোম > সারা দেশ > ঢাকা

আজিমপুর কলোনিতে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিয়ে চিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে ঘাতকের হাতে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নিয়ে চিত্র প্রদর্শনী করেছে আজিমপুর কলোনিবাসী। ‘বি’ জোনের ৭ নম্বর ভবন পরিচালনা কমিটির পক্ষ থেকে আজ সোমবার বিকেলে এই চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

৭ নম্বর ভবন পরিচালনা কমিটির আহ্বায়ক ওয়ারেস হোসেন জানান, ১৫ আগস্ট উপলক্ষে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নানা ধরনের আয়োজন করে থাকে। কেউ মিলাদ মাহফিল, কেউ দোয়া মাহফিল, কেউ আলোচনা সভা। কিন্তু এই দিন বঙ্গবন্ধু পরিবারে কে কে মারা গেছেন সে ইতিহাস ছোট শিশু-কিশোরদের জানানোর জন্য চিত্র প্রদর্শনী আয়োজন করা হয়।

ওয়ারেস হোসেন আরও জানান, এই চিত্র প্রদর্শনীর উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম জানুক ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের কারা নিহত হয়েছেন। এই চিত্র প্রদর্শনীর মাধ্যমে যদি পাঁচজনও জানতে পারে তাহলে তিনি নিজেকে ধন্য মনে করবেন।

আজ বিকেলে চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সোহরাওয়ার্দী, আজিমপুর ‘বি’ পরিচালনা কমিটির আহ্বায়ক আ ন ম আজিজুল ইসলাম। চিত্র প্রদর্শনীতে সার্বিক সহযোগিতা করেন ৭ নম্বর ভবন পরিচালনা কমিটির সদস্যসচিব লিয়াকত আলী, শুভজিৎ সাহা, মাসুদুল, কাশেম পাটোয়ারি প্রমুখ।

১৫ আগস্ট ঘাতদের হাতে নিহত হন—জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা, পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, জামালের স্ত্রী রোজী জামাল, বঙ্গবন্ধুর ভাই শেখ নাসের, এসবি অফিসার সিদ্দিকুর রহমান, কর্নেল জামিল, সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হক। প্রায় একই সময়ে ঘাতকেরা বঙ্গবন্ধুর ভাগনে যুবলীগ নেতা শেখ ফজলুল হক মণির বাসায় হামলা চালিয়ে শেখ ফজলুল হক মণি, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি এবং বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াতের বাসায় হামলা করে সেরনিয়াবাত ও তাঁর মেয়ে বেবী, ছেলে আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত বাবু, আবদুর রব সেরনিয়াবাতের বড় ভাইয়ের ছেলে সজীব সেরনিয়াবাত এবং আত্মীয় বেন্টু খানকে হত্যা করা হয়।

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন