হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে সাংবাদিককে গালাগালির প্রতিবাদে মেয়রের বিরুদ্ধে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল সাংবাদিকদের গালাগালি করার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের স্মারকলিপি দিয়েছেন তাঁরা। 
 
আজ বুধবার বেলা ১১টা থেকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে রাজবাড়ী জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দের ব‍্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৫ আগস্ট শোক দিবসে বঙ্গবন্ধুর ম্যুরালে জুতা পায়ে হাসিমুখে শ্রদ্ধা জানান মেয়র নজরুল ইসলাম মন্ডল। বিষয়টি সংবাদ হিসেবে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে আসে। এরপর সমকাল পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি আজু শিকদারকে ফোন করে মেয়র অকথ্য ভাষায় গালাগালি করেন। একই সঙ্গে জেলার সকল সংবাদকর্মীকে অশ্লীল ভাষায় গালাগালি করেন। এরই প্রতিবাদে ও মেয়রের শাস্তির দাবিতে জেলার সকল সাংবাদিকেরা আজ রাস্তায় দাঁড়িয়েছে। 

রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মো. জহুরুল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন—জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, সাংবাদিক লিটন চক্রবর্তী, জাহাঙ্গীর হোসেন, আজু শিকদার, এজাজ আহম্মেদ, শৌমিত্র শীল চন্দন প্রমুখ।

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন