হোম > সারা দেশ > ঢাকা

নিরাপদ সড়কের দাবিতে আজও সড়কে নেমেছে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শুধু ঢাকা শহরে নয় সারা দেশে বাসে হাফ পাস এবং নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা আজও মাঠে নেমেছে। আজ বুধবার সকাল সাড়ে দশটা থেকে রামপুরা ব্রিজ এলাকায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে এসব দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

সরেজমিনে ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরা রামপুরা ব্রিজের ওপর সকাল থেকে অবস্থান নিয়ে প্রতিটা গাড়ির কাগজ পত্র ধরে ধরে চেক করছেন। গাড়ির ও চালকের লাইসেন্স আছে নিশ্চিত করে তারপর গাড়ি ছাড়ছেন তাঁরা। যেসব গাড়ির লাইসেন্স নেই সেসব গাড়ির যাত্রী নামিয়ে দিয়ে পুলিশকে মামলা দিতে বলছেন শিক্ষার্থীরা।

রাস্তায় শিক্ষার্থীরা অবস্থান নেওয়ার কারণে সড়কের উভয় পাশে যানজট তৈরি হয়েছে। তবে এ ঘটনায় সাধারণ যাত্রীরা খুশি। 

বেসরকারি চাকরিজীবী আব্দুল হাকিম বলেন, 'সরকারের কাছে ভালো ভাবে বলে কোনো কিছু আদায় করা যায় না। শিক্ষার্থীরা রাস্তায় নামায় যাতায়তে আমাদের কিছুটা কষ্ট হচ্ছে। তারপরেও আমরা খুশি, তাদের দাবি আদায় হোক।’ 

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল থেকেই আন্দোলনরত শিক্ষার্থীদের বোঝাচ্ছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শিক্ষার্থীদের বুঝিয়ে যানজট নিয়ন্ত্রণে কাজ করছে তাঁরা।  

আন্দোলনরত এক শিক্ষার্থী নাফিউল হাসান আজকের পত্রিকাকে বলেন, 'আমরা সড়কে আর কোনো মৃত্যু দেখতে চাই না। একই সঙ্গে নিরাপদ সড়ক সুনিশ্চিত করতে হবে। সারা দেশে হাফ ভাড়া কার্যকর করতে হবে। দাবি না মানা হলে সড়কে অবরোধ চলবে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন