হোম > সারা দেশ > ঢাকা

নিরাপদ সড়কের দাবিতে আজও সড়কে নেমেছে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শুধু ঢাকা শহরে নয় সারা দেশে বাসে হাফ পাস এবং নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা আজও মাঠে নেমেছে। আজ বুধবার সকাল সাড়ে দশটা থেকে রামপুরা ব্রিজ এলাকায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে এসব দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

সরেজমিনে ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরা রামপুরা ব্রিজের ওপর সকাল থেকে অবস্থান নিয়ে প্রতিটা গাড়ির কাগজ পত্র ধরে ধরে চেক করছেন। গাড়ির ও চালকের লাইসেন্স আছে নিশ্চিত করে তারপর গাড়ি ছাড়ছেন তাঁরা। যেসব গাড়ির লাইসেন্স নেই সেসব গাড়ির যাত্রী নামিয়ে দিয়ে পুলিশকে মামলা দিতে বলছেন শিক্ষার্থীরা।

রাস্তায় শিক্ষার্থীরা অবস্থান নেওয়ার কারণে সড়কের উভয় পাশে যানজট তৈরি হয়েছে। তবে এ ঘটনায় সাধারণ যাত্রীরা খুশি। 

বেসরকারি চাকরিজীবী আব্দুল হাকিম বলেন, 'সরকারের কাছে ভালো ভাবে বলে কোনো কিছু আদায় করা যায় না। শিক্ষার্থীরা রাস্তায় নামায় যাতায়তে আমাদের কিছুটা কষ্ট হচ্ছে। তারপরেও আমরা খুশি, তাদের দাবি আদায় হোক।’ 

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল থেকেই আন্দোলনরত শিক্ষার্থীদের বোঝাচ্ছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শিক্ষার্থীদের বুঝিয়ে যানজট নিয়ন্ত্রণে কাজ করছে তাঁরা।  

আন্দোলনরত এক শিক্ষার্থী নাফিউল হাসান আজকের পত্রিকাকে বলেন, 'আমরা সড়কে আর কোনো মৃত্যু দেখতে চাই না। একই সঙ্গে নিরাপদ সড়ক সুনিশ্চিত করতে হবে। সারা দেশে হাফ ভাড়া কার্যকর করতে হবে। দাবি না মানা হলে সড়কে অবরোধ চলবে।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’