হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর তেজগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ও ঢামেক প্রতিনিধি

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়ক দুর্ঘটনায় আলী হোসেন (১৭) নামে এক শিক্ষার্থী মারা গেছে। আজ রোববার সকাল পৌনে ৭টার দিকে তেজগাঁও বিজিপ্রেস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত আলী হোসেন বরিশাল জেলার মুলাদী উপজেলার কৃষ্ণপুর গ্রামের আজমির হোসেনের ছেলে। এক বোন ও এক ভাইয়ের মধ্যে আলী হোসেন ছিল বড়। তেজগাঁও গভর্নমেন্ট হাইস্কুলের দশম শ্রেণিতে পড়ত সে। তেজগাঁও কুনিপাড়ায় পরিবারের সঙ্গে থাকত।

মৃত আলী হোসেনের বাবা আজমির হোসেন বলেন, ‘সকাল ৬টার দিকে কোচিংয়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হয় আলী। এরপর ৮টার দিকে ছেলে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার খবর পাই, তাকে সমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে সেখানে গিয়ে আলীকে মুমূর্ষু অবস্থায় দেখতে পাই। পরে সমরিতা হাসপাতাল থেকে আলীকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। তবে কীভাবে আলী দুর্ঘটনার শিকার হয়েছে, তা জানাতে পারিনি।

এদিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সুদর্শন রাজবংশী জানান, সকাল পৌনে ৭টার দিকে তেজগাঁও বিজিপ্রেস এলাকায় চেকপোস্টে ডিউটি করছিলেন। তখন একটি শব্দ শুনতে পান। পরে এগিয়ে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ছেলেটি। তখন এক রিকশাচালকের মাধ্যমে তাকে সমরিতা হাসপাতালে পাঠিয়ে দেন।

এএসআই আরও জানান, কোন গাড়ির ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে তা আশপাশে লোকজন কেউ বলতে পারেনি। গাড়ি শনাক্তের চেষ্টা চলছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি এখন হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। দুপুর ২টায় মর্গে নেওয়া হবে। নিহত ছাত্রের পরিবারের সদস্যরা এখন মেডিকেলে আছে। দুর্ঘটনার ব্যাপারে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। তারা দুর্ঘটনার কারণ সম্পর্কে খতিয়ে দেখছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল সাড়ে ৭টায় এই দুর্ঘটনা ঘটে। মরদেহ এখন ঢাকা মেডিকেলে  আছে। আমরা ধাক্কা দেওয়া গাড়িটি এখনো চিহ্নিত করতে পারিনি। চিহ্নিত করার কাজ চলছে।’

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক