হোম > সারা দেশ > ঢাকা

সমন্বয়কদের একাংশের বিরুদ্ধে স্লোগান বিকৃতির অভিযোগ, ঢাবিতে বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে গত ১৪ জুলাই রাতে ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগান দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। 

এখন সেই স্লোগান সমন্বয়কদের একাংশ বিকৃত করছেন বলে অভিযোগ করে প্রতিবাদ মিছিল করেছে ঢাবির শিক্ষার্থীরা। 

রোববার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার পরে ঢাবি ক্যাম্পাসে ’তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগান দিয়ে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি হল পাড়া, ভিসি চত্বর, টিএসসি সড়কদ্বীপসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়।
 
এ সময় শিক্ষার্থীরা ’তুমি কে আমি কে, রাজাকার, রাজাকার ; কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার’স্লোগান দিতে থাকেন। 

মিছিল পরবর্তী সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ’একদল লোক গণঅভ্যুত্থানের  স্মৃতিচিহ্ন মুছে দিতে চায়। খুনি হাসিনা রাজাকার ট্যাগ দিয়ে বিরোধী দলের ওপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। রাজাকার স্লোগান হাসিনাকে ইতিহাসের ঘৃণিত ব্যক্তিতে রূপ দিয়েছে।'

তিনি বলেন, 'ইতিহাসের কোনো স্মৃতিচিহ্ন মুছে দেওয়া যাবে না। কেউ মুছে দেওয়ার চেষ্টা করলে আমরা তার জবাব দেব।’ 

এ সময় আরেক সহ-সমন্বয়ক এবি জুবাইর, ঢাবি শিক্ষার্থী আজিজুল হক প্রমুখ বক্তব্য দেন।

উল্লেখ্য, রোববার ফেসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার, নুসরাত তাবাসসুম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক তালাত মাহমুদ রাফি ’কে রাজাকার কে রাজাকার, তুই রাজাকার তুই রাজাকার’ লেখা সংবলিত পোস্ট দেন। আন্দোলনের সময় 'আমি রাজাকার' স্লোগান দেননি বলেও দাবি করেন অনেকে। এরই প্রতিবাদে মিছিল করেন শিক্ষার্থীরা।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব