গাজীপুরের শ্রীপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. শাহিনকে গ্রেপ্তার করেছে র্যাব-১। আজ মঙ্গলবার সকালে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া পলাতক আসামি শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের মৃত আবুল কালামের ছেলে মো. শাহিন (৩৫)। তিনি একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ছয় মসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
র্যাব-১-এর স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্পের কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম বলেন, র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুরের কলিম উদ্দিন চেয়ারম্যান বাড়ির মোড়ে অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন বলেন, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।