হোম > সারা দেশ > ঢাকা

অনিয়মের অভিযোগে পাঁচ চাল ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনিয়মের অভিযোগে পাঁচ চাল ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের কর্মকর্তারা আজ বুধবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মূল্য তালিকা প্রদর্শন না করা, প্রদর্শনকৃত মূল্য অপেক্ষা অধিক দামে চাল বিক্রি করা, ক্যাশ মেমো সংরক্ষণ না করা এবং একদিনের ব্যবধানে দাম অস্বাভাবিকভাবে বাড়ানোর অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

অধিদপ্তর জানায়, রাজধানীর কাজলার কুতুবদিয়ার এলাকার মেসার্স মুছা রাইস এজেন্সিকে ৫০ হাজার টাকা, মেসার্স খাদ্য ভান্ডারকে ৫০ হাজার টাকা, মেসার্স কাজী ট্রেডার্সকে ২০ হাজার টাকা, কলাপট্টি এলাকার মেসার্স হাজী নয়ন ট্রেডার্সকে ৫০ হাজার টাকা এবং মেসার্স করিম রাইস এজেন্সিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এই ৫ প্রতিষ্ঠানকে সর্বমোট দুই লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বাণিজ্যমন্ত্রীর নির্দেশনায় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক তত্ত্বাবধানে দেশব্যাপী অবৈধ মজুত ও চাল ব্যবসায় অনিয়মের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে বুধবার ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানাধীন কাজলা ও কলাপট্টি এলাকায় অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান মো. আব্দুল জব্বার মণ্ডল এবং প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ