হোম > সারা দেশ > মানিকগঞ্জ

বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ যুবক, ২ দিন পর নদীতে মিলল লাশ

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

যুবকের লাশ উদ্ধারের খবরে ঘটনাস্থলে এলাকাবাসী ভিড় করে। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের সিঙ্গাইরে নিখোঁজের দুদিন পর ধলেশ্বরী নদী থেকে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকার ধলেশ্বরী নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম রুবেল মিয়া (৩৫)। তিনি ধামরাইয়ের ফোর্ডনগর এলাকার ইদ্রিস মিয়ার ছেলে। তাঁর দুই সন্তান রয়েছে। পেশায় কৃষি শ্রমিক ছিলেন।

নিহতের স্ত্রী আঞ্জুয়ারা বেগম জানান, ৬ নভেম্বর মধ্যরাতে একটি ফোন কল পেয়ে রুবেল মিয়া বাড়ি থেকে বেড়িয়ে যায়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জাহাঙ্গীর বলেন, নিখোঁজের দুদিন পর শুক্রবার সকালে ধলেশ্বরী নদীতে তাঁর রক্তাক্ত মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। রুবেলের স্ত্রী আঞ্জুয়ারা মরদেহ শনাক্ত করেন।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মেট্রোরেলের কার্ডের রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা