হোম > সারা দেশ > ঢাকা

দুদকের সাত উপপরিচালকের পদোন্নতি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ ইব্রাহিমসহ সাত উপপরিচালক। আজ বুধবার ৭ কর্মকর্তাকে উপপরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি দিয়ে দুদক সচিব মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়। 

দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. অকাতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- মোহাম্মদ ইব্রাহিম, মো তালেবুর রহমান, মো. জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ আবুল হোসেন, এসএমএম আখতার হামিদ ভুঞা, মোজাহার আলী সরদার এবং জালাল উদ্দিন আহমেদ। 

পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পানি ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগ স্নাতকোত্তর ডিগ্রি নেন। তিনিসহ পদোন্নপতি পাওয়া সাত উপপরিচালক পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে দুদকে নিয়োগ পান। মোহাম্মদ ইব্রাহিম দুদকের সম্মিলত জেলা কার্যালয় ঢাকা-১-এ দীর্ঘদিন সুনামের সঙ্গে উপপরিচালকের  দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে দুদকের প্রধান কার্যালয়ে কর্মরত রয়েছে। মোহাম্মদ ইব্রাহিম আমেরিকা, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে মানি লন্ডারিং প্রতিরোধসহ ‍দুর্নীতি দমন বিষয়ে উচ্চতরও প্রশিক্ষণ নিয়েছেন। 

দুদক সূত্রে জানা গেছে, পদোন্নতির তালিকায় প্রথমে থাকা মোহাম্মদ ইব্রাহিম প্রধান কার্যালয়ে কর্মরত। এ ছাড়া তালেবুর রহমান ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে, মো. জাহাঙ্গীর হোসেন দুদকের প্রধান কার্যালয়ে, মোহাম্মদ আবুল হোসেন ময়মনসিংহ জেলা কার্যালয়ে, এস এম আখতার হামিদ ভুঞা সম্মিলত জেলা কার্যালয় ঢাকা-১-এ, মোজাহার আলী সরদার গাজীপুর জেলা কার্যালয়ে ও জালাল উদ্দিন আহমদ চাঁদপুর জেলা কার্যালয়ে কর্মরত আছেন।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’