হোম > সারা দেশ > ঢাকা

দুদকের সাত উপপরিচালকের পদোন্নতি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ ইব্রাহিমসহ সাত উপপরিচালক। আজ বুধবার ৭ কর্মকর্তাকে উপপরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি দিয়ে দুদক সচিব মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়। 

দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. অকাতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- মোহাম্মদ ইব্রাহিম, মো তালেবুর রহমান, মো. জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ আবুল হোসেন, এসএমএম আখতার হামিদ ভুঞা, মোজাহার আলী সরদার এবং জালাল উদ্দিন আহমেদ। 

পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পানি ও মৃত্তিকা বিজ্ঞান বিভাগ স্নাতকোত্তর ডিগ্রি নেন। তিনিসহ পদোন্নপতি পাওয়া সাত উপপরিচালক পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে দুদকে নিয়োগ পান। মোহাম্মদ ইব্রাহিম দুদকের সম্মিলত জেলা কার্যালয় ঢাকা-১-এ দীর্ঘদিন সুনামের সঙ্গে উপপরিচালকের  দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে দুদকের প্রধান কার্যালয়ে কর্মরত রয়েছে। মোহাম্মদ ইব্রাহিম আমেরিকা, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে মানি লন্ডারিং প্রতিরোধসহ ‍দুর্নীতি দমন বিষয়ে উচ্চতরও প্রশিক্ষণ নিয়েছেন। 

দুদক সূত্রে জানা গেছে, পদোন্নতির তালিকায় প্রথমে থাকা মোহাম্মদ ইব্রাহিম প্রধান কার্যালয়ে কর্মরত। এ ছাড়া তালেবুর রহমান ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে, মো. জাহাঙ্গীর হোসেন দুদকের প্রধান কার্যালয়ে, মোহাম্মদ আবুল হোসেন ময়মনসিংহ জেলা কার্যালয়ে, এস এম আখতার হামিদ ভুঞা সম্মিলত জেলা কার্যালয় ঢাকা-১-এ, মোজাহার আলী সরদার গাজীপুর জেলা কার্যালয়ে ও জালাল উদ্দিন আহমদ চাঁদপুর জেলা কার্যালয়ে কর্মরত আছেন।

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা