হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

পরিচয় মিলেছে পূর্বাচলে লেক থেকে উদ্ধার হওয়া সেই তরুণীর

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের লেক থেকে উদ্ধার হওয়া তরুণীর মরদেহের পরিচয় মিলেছে। নিহত তরুণীর নাম সুজানা (১৮)। তিনি রাজধানীর ভাসানটেক সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে পূর্বাচলের ২ নম্বর সেক্টর থেকে লাশটি উদ্ধার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে মেয়েকে শনাক্ত করেন সুজানার মা চম্পা বেগম।

নিহত সুজানা রাজধানীর কাফরুল থানার কচুখেত এলাকার মৃত আব্বাস মিয়ার মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম।

পরিবারের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, সোমবার বিকেলে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় সুজানা। এরপর রাতে আর বাসায় ফিরেনি। আজ মঙ্গলবার সকালে সুজানার লাশ উদ্ধার হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে সুজানার পরিবার পুলিশের সঙ্গে যোগাযোগ করে।

পুলিশ জানায়, সুজানার মরদেহের সঙ্গে একটি মোটরসাইকেলের হেলমেট পাওয়া যায়। হেলমেটটি সুজানার বন্ধু ১০ম শ্রেণির শিক্ষার্থীর বলে জানিয়েছে তার পরিবার। তারা উভয়েই কাফরুল এলাকার বাসিন্দা। সুজানার মরদেহ মিললেও নিখোঁজ রয়েছে ওই বন্ধু। তার সন্ধান চলছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, নিহতের গলা ও মুখমণ্ডলে একাধিক আঘাতের ক্ষতচিহ্ন পাওয়া গেছে। মরদেহের ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে