হোম > সারা দেশ > ঢাকা

আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে লুটের চেষ্টা, বিমানবন্দরে আটক ৩

আজকের পত্রিকা ডেস্ক­

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে মালামাল লুটের চেষ্টার ঘটনায় তিন ছিনতাইকারীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ সোমবার রাত সোয়া ৮টার দিকে বিমানবন্দরের ১ নম্বর ও ২ নম্বর টার্মিনালের সামনে গাড়ি পার্কিং এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন—মো. মাকসুদ, আসাদুল হক ও পুশিদার হোসেন।

আটকের বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার এহসানুল কামরান তানভীর আজকের পত্রিকাকে বলেন, সোমবার রাত ৮টার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে এই তিন জন এক ব্যক্তির কাছ থেকে মালামাল লুটে নেওয়ার চেষ্টা করে। ওই ব্যক্তি দৌড়ে বাঁচার চেষ্টা করে। তখন ছিনতাইকারী দলের গাড়ির আঘাতে ঘটনাস্থলে কয়েকজন আহত হন।

এপিবিএন এর এই কর্মকর্তা জানান, তিন ডাকাতকে আটক করা হয়েছে। তাদের কাছে থাকা একটি গাড়ি জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ডাকাত দলের সদস্যরা জানিয়েছে, তারা দীর্ঘ দিন ধরেই বিমানবন্দর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে প্রবাসীদের কাছ থেকে স্বর্ণসহ মূল্যবান জিনিসপত্র লুট করে আসছিল।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা