হোম > সারা দেশ > ঢাকা

আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে লুটের চেষ্টা, বিমানবন্দরে আটক ৩

আজকের পত্রিকা ডেস্ক­

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে মালামাল লুটের চেষ্টার ঘটনায় তিন ছিনতাইকারীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ সোমবার রাত সোয়া ৮টার দিকে বিমানবন্দরের ১ নম্বর ও ২ নম্বর টার্মিনালের সামনে গাড়ি পার্কিং এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন—মো. মাকসুদ, আসাদুল হক ও পুশিদার হোসেন।

আটকের বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার এহসানুল কামরান তানভীর আজকের পত্রিকাকে বলেন, সোমবার রাত ৮টার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে এই তিন জন এক ব্যক্তির কাছ থেকে মালামাল লুটে নেওয়ার চেষ্টা করে। ওই ব্যক্তি দৌড়ে বাঁচার চেষ্টা করে। তখন ছিনতাইকারী দলের গাড়ির আঘাতে ঘটনাস্থলে কয়েকজন আহত হন।

এপিবিএন এর এই কর্মকর্তা জানান, তিন ডাকাতকে আটক করা হয়েছে। তাদের কাছে থাকা একটি গাড়ি জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ডাকাত দলের সদস্যরা জানিয়েছে, তারা দীর্ঘ দিন ধরেই বিমানবন্দর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে প্রবাসীদের কাছ থেকে স্বর্ণসহ মূল্যবান জিনিসপত্র লুট করে আসছিল।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

‘যেকোনো মুহূর্তে’ যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ

রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভকারীরা