হোম > সারা দেশ > ঢাকা

আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে লুটের চেষ্টা, বিমানবন্দরে আটক ৩

আজকের পত্রিকা ডেস্ক­

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে মালামাল লুটের চেষ্টার ঘটনায় তিন ছিনতাইকারীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ সোমবার রাত সোয়া ৮টার দিকে বিমানবন্দরের ১ নম্বর ও ২ নম্বর টার্মিনালের সামনে গাড়ি পার্কিং এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন—মো. মাকসুদ, আসাদুল হক ও পুশিদার হোসেন।

আটকের বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার এহসানুল কামরান তানভীর আজকের পত্রিকাকে বলেন, সোমবার রাত ৮টার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে এই তিন জন এক ব্যক্তির কাছ থেকে মালামাল লুটে নেওয়ার চেষ্টা করে। ওই ব্যক্তি দৌড়ে বাঁচার চেষ্টা করে। তখন ছিনতাইকারী দলের গাড়ির আঘাতে ঘটনাস্থলে কয়েকজন আহত হন।

এপিবিএন এর এই কর্মকর্তা জানান, তিন ডাকাতকে আটক করা হয়েছে। তাদের কাছে থাকা একটি গাড়ি জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ডাকাত দলের সদস্যরা জানিয়েছে, তারা দীর্ঘ দিন ধরেই বিমানবন্দর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে প্রবাসীদের কাছ থেকে স্বর্ণসহ মূল্যবান জিনিসপত্র লুট করে আসছিল।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

সাভারে থেমে থাকা বাসে আগুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী