রাজধানীর মতিঝিলের বহুতল সেনা কল্যাণ ভবনে আগুন লেগেছে। আজ সোমবার রাত ৮টা ৫৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
ফায়ার সার্ভিস ও মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।
আনোয়ার হোসেন জানান, মতিঝিল সেনা কল্যাণ ভবনে অষ্টম তলায় রাত ৮টা ৫৫ মিনিটে আগুনের সংবাদ আসে। রাত ৯টা ৯ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
সর্বশেষ আগুন নিয়ন্ত্রণে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।