টঙ্গীতে প্রথম ধাপের বিশ্ব ইজতেমায় ইয়াকুব আলী (৬০) নামের আরেক মুসল্লির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইজতেমা ময়দানে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে গভীর রাতে তাঁর মৃত্যু হয়। ইয়াকুব আলী হবিগঞ্জের বাহুবল উপজেলার রাধবপুর গ্রামের নওয়াব উল্লাহর ছেলে।
ইজতেমার শুরায়ি নিজামের (জুবায়ের অনুসারী) গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান আজকের পত্রিকাকে ইয়াকুব আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গতকাল শুক্রবার সকালে ইজতেমা ময়দানে আব্দুল কুদ্দুস গাজী (৬০) ও ছাবেদ আলী (৭০) নামের দুই মুসল্লির মৃত্যু হয়। এ নিয়ে ইজতেমার প্রথম দিনে তিনজনের মৃত্যু হলো।