হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে ১১ দফা দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে শ্রমিকদের বিক্ষোভ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে ১১ দফা দাবিতে পিপল সিরামিকস লিমিটেড নামের এক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করছেন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিলগেট এলাকায় অবস্থান নেওয়ার পর থেকে উভয়দিকে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও যানবাহনের চালকেরা। 

সরেজমিনে জানা গেছে, আজ সকাল পৌনে ৯টার দিকে মিলগেট এলাকায় কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকেরা। বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা প্রধান ফটক ছেড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিলগেট এলাকায় অবস্থান নেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয়দিকে যানচলাচল বন্ধ হয়ে যায়। 

এ ছাড়া বিক্ষুব্ধ শ্রমিকদের একাংশ বিআরটি প্রকল্পের উড়াল সেতুর মিলগেট অংশে অবস্থান নিলে সেতুর ওপরেও যান চলাচল বন্ধ হয়ে যায়। ১২টা ২০ মিনিটের দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে শ্রমিকদের। 

কারখানা সূত্রে জানা গেছে, আজ সকালে কারখানায় কাজে যোগ দিয়ে শ্রমিকেরা কর্তৃপক্ষের কাছে ১১ দফা দাবি জানান। পরে কর্তৃপক্ষ সিদ্ধান্ত না দেওয়ায় শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় কাজ বন্ধ করে কারখানার প্রধান ফটকে অবস্থান নেন। পরে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গিয়ে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। 

কয়েকজন শ্রমিক বলেন, আমরা ১১ দফা দাবি জানিয়েছি। আমাদের দাবি মেনে নিতে কারখানা কর্তৃপক্ষকে প্রায় ১০ বছর ধরে অনুরোধ করে এসেছি। আজ আন্দোলনের যোগ দিয়েছি। 

এই ঘটনায় কারখানার মালিক লুৎফর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ওপাশ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। 

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। মহাসড়কের উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শ্রমিকদের দাবিগুলো নিয়ে পুলিশের পক্ষ থেকে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি