হোম > সারা দেশ > ঢাকা

পরশের ফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবি, থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল নম্বর ক্লোন করে দেশের বিভিন্ন জেলার যুবলীগ নেতা–কর্মীদের কাছে চাঁদা দাবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় রাজধানীর বনানী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে। পরশের পক্ষে মামলাটি করেছেন আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য ব্যারিস্টার রানা তাজউদ্দিন খান। 

আজ রোববার বিকেলে মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বনানী থানার ওসি নুরে আযম মিয়া। তিনি বলেন, যুবলীগের চেয়ারম্যানের ব্যক্তিগত মোবাইল নম্বর ক্লোনের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। আমরা তদন্ত করছি। 

মামলা সূত্রে জানা যায়, চলতি মাসের ৯ তারিখে পরশের ব্যক্তিগত মোবাইল নম্বর ক্লোন করে গাইবান্ধা, নেত্রকোনা, সুনামগঞ্জ, পাবনা জেলা যুবলীগের বিভিন্ন নেতার ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন করে যুবলীগের অনুষ্ঠানসহ বিভিন্ন কথা বলে টাকা দাবি করা হয়। 

এ বিষয়ে পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক সনি বিশ্বাস বলেন, যুবলীগের চেয়ারম্যানের মোবাইল নম্বর দিয়ে আমাকে ফোন করেন এক প্রতারক। এ সময় যুবলীগের একটি অনুষ্ঠানের কথা বলে আমার কাছে অর্থ দাবি করেন। কিন্তু আমি চেয়ারম্যানের কণ্ঠ চিনি, তাই তাকে বলি আপনি তো যুবলীগের চেয়ারম্যান না। আপনি এ নম্বর কেন ব্যবহার করছেন? তখন তিনি ফোন কেটে দেন। পরে বিষয়টি দলকে জানিয়েছি। 

উল্লেখ্য, ফোন ক্লোন করে অর্থ দাবির বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক থাকতে পরশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর ভেরিফাইড পেজে একটি পোস্ট দিয়েছেন। এই ধরনের প্রতারণার ক্ষেত্রে তিনি সবাইকে সতর্ক থাকতে বলেছেন। 

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার