হোম > সারা দেশ > ঢাকা

বনানীতে সাঈদ খোকনের বাড়িতে ভাঙচুর, লুটপাট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনের বনানীর বাসভবনে হামলা ও ভাঙচুর করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে সাঈদ খোকনের বনানীর ১১ নম্বর রোডের বাড়িতে এ ঘটনা ঘটে। তবে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত এই ভবনে লুটপাট চলছিল। 

সাঈদ খোকনের জনসংযোগ কর্মকর্তা জাহিদ আলম ইমন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই হামলার সময় নিজ পরিবারের সদস্যদের নিয়ে বাসাতেই ছিলেন মোহাম্মদ সাঈদ খোকন। তবে দুর্বৃত্তদের উপস্থিতি টের পেয়ে জীবন রক্ষায় নিরাপদ স্থানে সরে যান তিনি। এ সময় বাড়িতে থাকা সাঈদ খোকনের তিনজন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। 

সাঈদ খোকন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ছিলেন। 

বনানী ১১ নম্বর রোডের সেতুসংলগ্ন বাড়িটি সাঈদ খোকনের। মঙ্গলবার দুপুর ১২টায় সরেজমিনে দেখা যায়, বাড়ির ফার্নিচার, চেয়ার-টেবিল, টিভি-ফ্রিজ, এসি, বৈদ্যুতিক পাখা থেকে শুরু করে সবকিছু নিয়ে গেছে দুর্বৃত্তরা। এখন জানালা-দরজার গ্রিলসহ বাড়িতে ব্যবহৃত স্টিলের সব মালামাল যে যার মতো করে খুলে নিয়ে যাচ্ছে। রাস্তায় দাঁড়িয়ে শত শত মানুষ এই দৃশ্য দেখছে, কিন্তু প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে সেখানে দেখা যায়নি।

সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা