নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর শেখেরটেক ১০ নম্বর সড়কের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ড হয়েছে। আজ শুক্রবার রাত ১১টায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
রাফি আল ফারুক বলেন, শেখেরটেকের একটি ৬ তলা আবাসিক ভবনের দোতলায় আগুন লাগে। রাত ১১টা ১০ মিনিটে সেটা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতিও নিরূপণ করা যায়নি।